৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৪০ লাখ টাকা ও বিপুল আগ্নেয়াস্ত্র-সহ নিজের প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেলেন মাও শীর্ষনেতা

পুবের কলম ওয়েবডেস্কঃ নিজের প্রেমিকাকে ছেড়ে মাওবাদী স্কোয়াড ছেড়ে পালিয়ে গেলেন মাওবাদী নেতা মহারাজ প্রামাণিক। একইসঙ্গে তিনি নিয়ে গেলেন সংগঠনের ৪০ লাখ টাকা, একটি একে ৪৭ বন্দুক, একটি ৯ এম এম পিস্তল, বেশ কিছু কার্তুজ, ওয়াকিটকি এবং ট্যাব।
কে এই মাওবাদী নেতা মহারাজ প্রামাণিক, তাঁর বাড়ি ঝাড়খন্ডের সরাইকেলা খরসোয়া জেলার ইছাগড় থানার দারুদা গ্রামে। এই মাও নেতার মাথার দাম ঝাড়খন্ড পুলিশ ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা।
মহারাজের এই অপরাধের জন্য গণ আদালতে বিচার করে তাকে শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছে মাওবাদীরা। সম্প্রতি সিপিআই (মাওবাদী) দক্ষিণ জোনাল কমিটির তরফে তাঁদের মুখপাত্র অশোক হিন্দিতে লেখা একটি প্রেস বিবৃতি দিয়ে এই ফতোয়ার কথা জানিয়েছেন।
এক সময় ঝাড়খন্ড পুলিশের গাড়ি চালাতেন মহারাজ। পরপর দু’বার চুরির অভিযোগে জেল খাটেন তিনি। জেল থেকে বেরিয়ে এসে তিনি মাওবাদী সংগঠনে যোগ দেন। সাংগঠনিক ক্ষমতা ভালো থাকায় দ্রুত সংগঠনে উন্নতি হয় তাঁর।
প্রথমে সাধারণ স্কোয়াড সদস্য হিসাবে কাজ করলেও অল্প দিনের মধ্যেই এরিয়া কমিটি ও জোনাল কমিটিতে জায়গা হয় তাঁর। ২০১১ সালে মহারাজ সিপিআই (মাওবাদী) সংগঠনের এরিয়া কমিটির সদস্য হন। ২০১৫ সালের গোড়াতেই তিনি দক্ষিণ জোনাল কমিটির সদস্যপদ পান। বেশ কিছুদিন আগে তাঁকে মাওবাদীদের বুন্ডু চান্ডিল সাব জোনের ইনচার্জ করা হয়।
মাও সংগঠনেই মহারাজের সঙ্গে সম্পর্ক তৈরি হয় বেলুন সর্দারের। বেশ কিছু নাশকতার ঘটনায় উভয়ই জড়িত। মোট ২৫ টির বেশি নাশকতা ও খুনের ঘটনার সঙ্গে জড়িত এই মাও নেতা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইয়েমেন থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের, সৌদি আল্টিমেটামের আগেই ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪০ লাখ টাকা ও বিপুল আগ্নেয়াস্ত্র-সহ নিজের প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেলেন মাও শীর্ষনেতা

আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ নিজের প্রেমিকাকে ছেড়ে মাওবাদী স্কোয়াড ছেড়ে পালিয়ে গেলেন মাওবাদী নেতা মহারাজ প্রামাণিক। একইসঙ্গে তিনি নিয়ে গেলেন সংগঠনের ৪০ লাখ টাকা, একটি একে ৪৭ বন্দুক, একটি ৯ এম এম পিস্তল, বেশ কিছু কার্তুজ, ওয়াকিটকি এবং ট্যাব।
কে এই মাওবাদী নেতা মহারাজ প্রামাণিক, তাঁর বাড়ি ঝাড়খন্ডের সরাইকেলা খরসোয়া জেলার ইছাগড় থানার দারুদা গ্রামে। এই মাও নেতার মাথার দাম ঝাড়খন্ড পুলিশ ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা।
মহারাজের এই অপরাধের জন্য গণ আদালতে বিচার করে তাকে শাস্তি দেওয়ার কথা ঘোষণা করেছে মাওবাদীরা। সম্প্রতি সিপিআই (মাওবাদী) দক্ষিণ জোনাল কমিটির তরফে তাঁদের মুখপাত্র অশোক হিন্দিতে লেখা একটি প্রেস বিবৃতি দিয়ে এই ফতোয়ার কথা জানিয়েছেন।
এক সময় ঝাড়খন্ড পুলিশের গাড়ি চালাতেন মহারাজ। পরপর দু’বার চুরির অভিযোগে জেল খাটেন তিনি। জেল থেকে বেরিয়ে এসে তিনি মাওবাদী সংগঠনে যোগ দেন। সাংগঠনিক ক্ষমতা ভালো থাকায় দ্রুত সংগঠনে উন্নতি হয় তাঁর।
প্রথমে সাধারণ স্কোয়াড সদস্য হিসাবে কাজ করলেও অল্প দিনের মধ্যেই এরিয়া কমিটি ও জোনাল কমিটিতে জায়গা হয় তাঁর। ২০১১ সালে মহারাজ সিপিআই (মাওবাদী) সংগঠনের এরিয়া কমিটির সদস্য হন। ২০১৫ সালের গোড়াতেই তিনি দক্ষিণ জোনাল কমিটির সদস্যপদ পান। বেশ কিছুদিন আগে তাঁকে মাওবাদীদের বুন্ডু চান্ডিল সাব জোনের ইনচার্জ করা হয়।
মাও সংগঠনেই মহারাজের সঙ্গে সম্পর্ক তৈরি হয় বেলুন সর্দারের। বেশ কিছু নাশকতার ঘটনায় উভয়ই জড়িত। মোট ২৫ টির বেশি নাশকতা ও খুনের ঘটনার সঙ্গে জড়িত এই মাও নেতা।