পুবের কলম ওয়েবডেস্ক : কুখ্যাত মাওবাদী নেতা অমিত হাঁসদা ওরফে আপ্তান পুলিশের গুলিতে নিহত হলেন। দীর্ঘদিন ধরে তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। এমনকি তাঁর মাথার দাম ১০ লক্ষ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছিল। শেষপর্যন্ত ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার বুর্জুয়া হিল এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে তিনি নিহত হলেন।
অমিত হাঁসদা বহুদিন ধরেই পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন। তাঁর তথ্য দিতে পারলে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণাও করা হয়েছিল। রেলাপারাল এলাকায় মাওবাদীদের গতিবিধির খবর পাওয়া গেলেই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় উভয় পক্ষের মধ্যেই গুলির লড়াই শুরু হয়।
আর তাতেই গুলিবিদ্ধ হয়ে মারা যান অমিত হাঁসদা। পরে তল্লাশি চালিয়ে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া এখনও বেশ কিছু মাওবাদী লুকিয়ে রয়েছে। ফলে এখনও সন্ধান অভিযান জারি রয়েছে। এর আগে মাওবাদী নেতা শশীকান্ত গঞ্জুকেও ঠিক একই পদ্ধতিতে ধরা হয়েছিল।






























