মাওবাদী নিকেশে জওয়ানদের অভ্যর্থনা, ফুল-আবিরে জওয়ানদের বরণ এলাকাবাসীর

- আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার
- / 97
পুবের কলম, ওয়েবডেস্ক: গত বুধবার ডিআরজি জওয়ানরা মাওবাদীদের সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজু-সহ ২৭ মাওবাদীকে খতম করেছে। অভিযানের ‘নায়ক’দের ফুল ও আবিরে বরণ করলেন এলাকাবাসী। পাশাপাশি আনন্দ উৎসবে মাতলেন ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড বা ডিআরজি জওয়ানরা।
মাওবাদী নেতাকে নিকেশ করার পর জওয়ানদের অভ্যর্থনা জানাতে বিশেষ উদ্যোগ নেন ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার বাসিন্দারা। প্রবল বৃষ্টির মাঝেই চলে এই তিলক অনুষ্ঠান। এমনকী সেখানে ঐতিহ্যবাহী বস্তেরিয়া গানে নাচ করতে দেখা যায় ডিআরজি জওয়ানদের।
ভাইরাল ভিডিওদের দেখা যাচ্ছে, অপারেশনের পর জওয়ানরা ক্যাম্পে ফিরলে সেখানে তাঁদের জন্য অপেক্ষা করছিলেন গ্রামবাসীরা। সকলকে আবির মাখানোর পাশাপাশি মঙ্গল প্রদীপে বরণ করে নেন মহিলারা। জওয়ানদের কপালে জয়তিলক পরিয়ে মিষ্টিমুখ করানোর পাশাপাশি চলে ঐতিহ্যবাহী নাচ-গান। অভিযান শেষে ফিরে এই আনন্দ উৎসবে অংশ নেন সকল জওয়ানরা।
কেশব রাওয়ের মৃত্যুর পর কে সংগঠনের শীর্ষ পদে বসে সে দিকে নজর রেখেছে গোয়েন্দারাও। আপাতত দু’জনের নাম গোয়েন্দাদের কাছে এসেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। যদিও সংগঠনের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।