উপ রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা মার্গারেট আলভার

- আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার
- / 14
পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী ৬ আগস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন। আজ মনোয়ন জমা দিলেন মার্গারেট আলভা। বিরোধী শিবিরের পছন্দের প্রার্থী রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল, তথা কংগ্রেস নেত্রী মার্গারেট।
এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় মার্গারেট আলভার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এনসিপির বর্ষীয়ান নেতা শরদ পওয়ার, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, সিপিআই-র ডি রাজা, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও।
গতকালই মনোনয়ন জমা দিয়েছেন এনডি-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকর। ভেঙ্কাইয়া নাইডুর উপরাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৯ জুলাই। মনোনয়ন ঝাড়াই বাছাই হবে ২০ জুলাই, প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ২২ জুলাই। ৬ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচন হবে, আর সেইদিনই গণনা হবে।
২০২২ সালের ভারতের ১৬ তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ইলেক্টোরাল কলেজ রাজ্যসভার ২৩৩ জন নির্বাচিত সদস্য, রাজ্যসভার ১২ জন মনোনীত সদস্য এবং লোকসভার ৫৪৩ জন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত। উপরাষ্ট্রপতি পদটি একটি গুরুত্বপূর্ণ পদ।