১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিশ্বসেরা গরুর মাংস উৎপাদন করতে চাইছেন জুকারবার্গ, গরুকে খাওয়াচ্ছেন ড্রাই ফ্রুটস–মদ

সামিমা এহসানা
- আপডেট : ১০ জানুয়ারী ২০২৪, বুধবার
- / 25
পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বসেরা গরুর মাংসের স্বাদ চান মেটা, ফেসবুক ইন্সটাগ্রাম এর মালিক মার্ক জুকারবার্গ। সেই জন্য নতুন এক শখের কথা জানিয়েছেন জুকারবার্গ। তিনি জানিয়েছেন, তার গোশালায় গরুর সেবা করছেন তিনি। সেসব গরুকে খড়–পাতা নয়, ড্রাই ফ্রুটস, বিয়ার সহ দামি দামি খাবার খাওয়াচ্ছেন তিনি। জুকারবার্গের বিশ্বাস, এসব খাবার খাওয়ালে উন্নতমানের গরুর মাংস পাওয়া যাবে তাদের কাছ থেকে।
হাওয়াই দ্বীপের প্রায় অর্ধেক কিনে ফেলেছেন জুকারবার্গ। সেখানেই গোশালা তৈরি করে গরু পোষার কাজে মন দিয়েছেন তিনি। ওই খামারে ওয়াগিউ ও অ্যাঙ্গাস প্রজাতির গরু পালন করছেন তিনি।
বুধবার ইন্সটাগ্রামে গরুর মাংসের একটি পদ সামনে রেখে বিজের একটি ছবি শেয়ার করে নতুন শখের কথা জানিয়েছেন তিনি।
Tag :
Mark Zuckerberg raising cows by feeding them dry fruits and beer says he wants to create worlds best beef গরুকে খাওয়াচ্ছেন ড্রাই ফ্রুটস মদ খা্ওয়াচ্ছেন জুকারবার্গ বিশ্বসেরা গরুর মাংস উৎপাদন করতে চাইছেন জুকারবার্গ