২৭ অক্টোবর ২০২৫, সোমবার, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি, খবর নিশ্চিত হতেই শুক্রবারে ঊর্ধ্বমুখী শেয়ার

ইমামা খাতুন
  • আপডেট : ৭ জুন ২০২৪, শুক্রবার
  • / 27

পুবের কলম,ওয়েবডেস্ক: এক্সিট পোল সমীক্ষাতে বিজেপি সরকার গঠনের আভাস পেতেই সেনসেক্স ও নিফটিতে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। কিন্তু ভোটের ফলপ্রকাশের দিন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় দেখা দেওয়ার পর থেকে একেবারে তলানিতে ঠেকে বাজার। তবে শুক্রবার চিত্রটা অনেকটা ভিন্ন। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের পূর্ণ সমর্থন পাওয়ার পর ফের ঊর্ধ্বমুখী শেয়ার। বিজেপি ম্যাজিক ফিগার না ছুঁলেও এনডিএ জোট মজবুত। এই প্রেক্ষাপটে রীতিমতো ঝড় উঠেছে  শেয়ার বাজারে। একলাফে সেনসেক্স বেড়েছে প্রায় এক হাজার ৬০০ পয়েন্ট। নিফটির উত্থান ছিল ৪৬৮ পয়েন্ট। বেলাশেষে ২৩ হাজার ২৯০ পয়েন্টে থামে সূচক। শুক্রবার বাজার খুলতেই আশার আলো দেখতে পান লগ্নিকারীরা। শুরু থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। সেনসেক্স ও নিফটি খোশমেজাজ যে অনেকটাই রাজনৈতিক সমীকরণের উপর দাঁড়িয়ে তা একবাক্যে মেনে নিয়েছেন বাজার বিশ্লেষকরা।

চড়া বাজারে এনএসসিতে যে স্টকগুলো ভালো পারফর্ম করেছে, সেই তালিকায় রয়েছে উইপ্রো, ইনফোসিস, টাটা স্টিল, বাজাজ ফাইন্যান্স, আল্টাট্রেক সিমেন্ট, টেক মাহিন্দ্রা, ভারতী এয়ারটেল, ড. রেড্ডি ল্যাবসের মতো স্টক। এদিন উইপ্রোর শেয়ার বেলা দেড়টা ৪.৫২ শতাংশ,  ইনফোসিসের শেয়ার ৪.১৬ শতাংশ পর্যন্ত বেড়েছে, টাটা স্টিলের স্টক  বৃদ্ধি পেয়েছে ৩.৯৫ শতাংশ। অন্যদিকে, ৩ শতাংশের বেশি বেড়েছে ভারতী এয়ারটেল, টেক মাহিন্দ্রা, বাজাজ ফাইন্যান্সের স্টক।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি, খবর নিশ্চিত হতেই শুক্রবারে ঊর্ধ্বমুখী শেয়ার

আপডেট : ৭ জুন ২০২৪, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: এক্সিট পোল সমীক্ষাতে বিজেপি সরকার গঠনের আভাস পেতেই সেনসেক্স ও নিফটিতে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। কিন্তু ভোটের ফলপ্রকাশের দিন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় দেখা দেওয়ার পর থেকে একেবারে তলানিতে ঠেকে বাজার। তবে শুক্রবার চিত্রটা অনেকটা ভিন্ন। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের পূর্ণ সমর্থন পাওয়ার পর ফের ঊর্ধ্বমুখী শেয়ার। বিজেপি ম্যাজিক ফিগার না ছুঁলেও এনডিএ জোট মজবুত। এই প্রেক্ষাপটে রীতিমতো ঝড় উঠেছে  শেয়ার বাজারে। একলাফে সেনসেক্স বেড়েছে প্রায় এক হাজার ৬০০ পয়েন্ট। নিফটির উত্থান ছিল ৪৬৮ পয়েন্ট। বেলাশেষে ২৩ হাজার ২৯০ পয়েন্টে থামে সূচক। শুক্রবার বাজার খুলতেই আশার আলো দেখতে পান লগ্নিকারীরা। শুরু থেকেই সূচক ছিল ঊর্ধ্বমুখী। সেনসেক্স ও নিফটি খোশমেজাজ যে অনেকটাই রাজনৈতিক সমীকরণের উপর দাঁড়িয়ে তা একবাক্যে মেনে নিয়েছেন বাজার বিশ্লেষকরা।

চড়া বাজারে এনএসসিতে যে স্টকগুলো ভালো পারফর্ম করেছে, সেই তালিকায় রয়েছে উইপ্রো, ইনফোসিস, টাটা স্টিল, বাজাজ ফাইন্যান্স, আল্টাট্রেক সিমেন্ট, টেক মাহিন্দ্রা, ভারতী এয়ারটেল, ড. রেড্ডি ল্যাবসের মতো স্টক। এদিন উইপ্রোর শেয়ার বেলা দেড়টা ৪.৫২ শতাংশ,  ইনফোসিসের শেয়ার ৪.১৬ শতাংশ পর্যন্ত বেড়েছে, টাটা স্টিলের স্টক  বৃদ্ধি পেয়েছে ৩.৯৫ শতাংশ। অন্যদিকে, ৩ শতাংশের বেশি বেড়েছে ভারতী এয়ারটেল, টেক মাহিন্দ্রা, বাজাজ ফাইন্যান্সের স্টক।