পুবের কলম ওয়েবডেস্কঃ বাবা-মা এর মৃত্যুর পর বিমার টাকার সমান অংশীদার বিবাহিত মেয়েরাও। যুগান্তকারী রায় দিল কর্নাটক আদালত। সুপ্রিমকোর্ট এর আগে একটি মামলার প্রসঙ্গে রায়দান করতে গিয়ে জানিয়েছিল বাবা-মা এর বিমার টাকায় বিবাহিত ছেলেরও সমানাধিকার রয়েছে। । বৃহস্পতিবার কর্নাটক হাইকোর্টের বিচারপতি এইচ পি সন্দেশ বলেন আদালত কখনওই বিবাহিত ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য করতে পারেনা। বিচারপতি সন্দেশ আরও বলেন মৃত ব্যক্তির বিবাহিত কন্যা বিমার ক্ষতিপূরণ পাবেণ কিনা সেটা নিয়ে কখনই বিতর্ক গ্রহণযোগ্য হতে পারেনা।
যে ঘটনার পরিপ্রেক্ষিতে কর্নাটক আদালতের এই রায় সেই ঘটনার সূত্রপাত হয় ২০১২ সালে। উত্তর কর্নাটকের হুবলিতে একটি গাড়ি দূর্ঘটনায় নিহত হন এক ৫৭ বছর বয়সি মহিলা। তাঁর মৃত্যুর পর বিমার টাকার দাবি করেন ওই মহিলার স্বামী,এক পুত্র এবং তিন বিবাহিত কন্যা।
মা, বাবার মৃত্যুর পর বিবাহিত মহিলারা বিমার টাকার দাবিদার হতে পারেননা এ ই মর্মে বিমার টাকা দিতে অস্বীকার করে বিমা সংস্থাটি। মৃত মহিলার এবার যান বিমা ট্রাইব্যুনালে। সেখানেই ৬% হারে সুদ সহ ৫ লক্ষ ৯৯হাজার ৬০০ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরেই বিমা সংস্থাটি কর্নাটক আদালতের দ্বারস্থ হয়। এরপর আজ শুনানিতে বিচারপতি এইচ পি সন্দেশ এই যুগান্তকারী রায়দেন।






























