১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাবা-মা এর বিমার টাকার সমান অংশীদার বিবাহিত মেয়েরাও, কোন বৈষম্য নেই যুগান্তকারী রায় কর্নাটক হাইকোর্টের

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বাবা-মা এর মৃত্যুর পর বিমার টাকার সমান অংশীদার বিবাহিত মেয়েরাও। যুগান্তকারী রায় দিল কর্নাটক আদালত। সুপ্রিমকোর্ট এর আগে একটি মামলার প্রসঙ্গে রায়দান করতে গিয়ে জানিয়েছিল বাবা-মা এর বিমার টাকায়  বিবাহিত ছেলেরও সমানাধিকার রয়েছে। । বৃহস্পতিবার কর্নাটক হাইকোর্টের বিচারপতি এইচ পি সন্দেশ বলেন আদালত কখনওই বিবাহিত ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য করতে পারেনা। বিচারপতি সন্দেশ আরও বলেন মৃত ব্যক্তির বিবাহিত কন্যা বিমার ক্ষতিপূরণ পাবেণ কিনা সেটা নিয়ে কখনই বিতর্ক গ্রহণযোগ্য হতে পারেনা।

আরও পড়ুন: দলিত মহিলাকে প্রকাশ্যে নগ্ন করে মারধর, বরখাস্ত পুলিশ আধিকারিক

যে ঘটনার পরিপ্রেক্ষিতে কর্নাটক আদালতের এই রায় সেই ঘটনার সূত্রপাত হয় ২০১২ সালে। উত্তর কর্নাটকের হুবলিতে একটি গাড়ি দূর্ঘটনায় নিহত হন এক ৫৭ বছর বয়সি মহিলা। তাঁর মৃত্যুর পর বিমার টাকার দাবি করেন ওই মহিলার স্বামী,এক পুত্র এবং তিন বিবাহিত কন্যা।

আরও পড়ুন: গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্তকে জামিন কেন, শীর্ষ আদালতে যাচ্ছেন বোন কবিতা

মা, বাবার মৃত্যুর পর বিবাহিত মহিলারা বিমার টাকার দাবিদার হতে পারেননা এ ই মর্মে বিমার টাকা দিতে অস্বীকার করে বিমা সংস্থাটি। মৃত মহিলার এবার যান বিমা ট্রাইব্যুনালে। সেখানেই ৬% হারে সুদ সহ  ৫ লক্ষ ৯৯হাজার ৬০০ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরেই বিমা সংস্থাটি কর্নাটক আদালতের দ্বারস্থ হয়। এরপর আজ শুনানিতে বিচারপতি এইচ পি সন্দেশ এই যুগান্তকারী রায়দেন।

আরও পড়ুন: নির্বাচন কমিশনে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, বাতিল সাংসদ পদ

সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাবা-মা এর বিমার টাকার সমান অংশীদার বিবাহিত মেয়েরাও, কোন বৈষম্য নেই যুগান্তকারী রায় কর্নাটক হাইকোর্টের

আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বাবা-মা এর মৃত্যুর পর বিমার টাকার সমান অংশীদার বিবাহিত মেয়েরাও। যুগান্তকারী রায় দিল কর্নাটক আদালত। সুপ্রিমকোর্ট এর আগে একটি মামলার প্রসঙ্গে রায়দান করতে গিয়ে জানিয়েছিল বাবা-মা এর বিমার টাকায়  বিবাহিত ছেলেরও সমানাধিকার রয়েছে। । বৃহস্পতিবার কর্নাটক হাইকোর্টের বিচারপতি এইচ পি সন্দেশ বলেন আদালত কখনওই বিবাহিত ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য করতে পারেনা। বিচারপতি সন্দেশ আরও বলেন মৃত ব্যক্তির বিবাহিত কন্যা বিমার ক্ষতিপূরণ পাবেণ কিনা সেটা নিয়ে কখনই বিতর্ক গ্রহণযোগ্য হতে পারেনা।

আরও পড়ুন: দলিত মহিলাকে প্রকাশ্যে নগ্ন করে মারধর, বরখাস্ত পুলিশ আধিকারিক

যে ঘটনার পরিপ্রেক্ষিতে কর্নাটক আদালতের এই রায় সেই ঘটনার সূত্রপাত হয় ২০১২ সালে। উত্তর কর্নাটকের হুবলিতে একটি গাড়ি দূর্ঘটনায় নিহত হন এক ৫৭ বছর বয়সি মহিলা। তাঁর মৃত্যুর পর বিমার টাকার দাবি করেন ওই মহিলার স্বামী,এক পুত্র এবং তিন বিবাহিত কন্যা।

আরও পড়ুন: গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্তকে জামিন কেন, শীর্ষ আদালতে যাচ্ছেন বোন কবিতা

মা, বাবার মৃত্যুর পর বিবাহিত মহিলারা বিমার টাকার দাবিদার হতে পারেননা এ ই মর্মে বিমার টাকা দিতে অস্বীকার করে বিমা সংস্থাটি। মৃত মহিলার এবার যান বিমা ট্রাইব্যুনালে। সেখানেই ৬% হারে সুদ সহ  ৫ লক্ষ ৯৯হাজার ৬০০ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরেই বিমা সংস্থাটি কর্নাটক আদালতের দ্বারস্থ হয়। এরপর আজ শুনানিতে বিচারপতি এইচ পি সন্দেশ এই যুগান্তকারী রায়দেন।

আরও পড়ুন: নির্বাচন কমিশনে ভুল তথ্য দেওয়ার অভিযোগ, বাতিল সাংসদ পদ