আলিয়ার সেমিনার হলে অনুষ্ঠিত হল নবাব সিরাজ-উদ-দৌলাহ’র শহিদ দিবস

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 89
পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ছিল বাংলার শেষ নবাব সিরাউ-উদ-দৌলার শহিদ দিবস। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের সেমিনার হলে বাংলার শেষ নবাবের শাহদাত দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘পুবের কলম’-এর সম্পাদক তথা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান।
এছাড়াও উপস্থিত ছিলেন কাজী ড. সুফিউর রহমান, ড. মুহাম্মদ শাহনূরুর রহমান, ড. মুহাম্মদ শামিম ফিরদাউস, ড. ইসতিয়াক হুসেন, ড. সমহিতা সেন, সাবির আহমেদ, সোমঋতা মল্লিক প্রমুখ।
নবাব সিরাজ-উদ-দৌলার রাজনৈতিক, সামাজিক জীবন নিয়ে আলোচনায় উঠে আসে। বাংলার শেষ নবাবের ইতিহাসে তাঁর অবদানের প্রসঙ্গ তুলে ধরা হয়। কলকাতা নাম আলিনগর হওয়ার দাবিও আলোচনা থেকে উঠে আসে। সেই সঙ্গে বাংলার ইতিহাস থেকে নবাব সিরাউ-উদ-দৌলার নাম মুছে ফেলার অভিযোগের দিকেও এদিন আলোকপাত করা হয়।
বাংলার শেষ স্বাধীন সম্রাটকে নিয়ে পুবের কলম-এর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। নবাবকে নিয়ে এর আগে এই ধরনের অনুষ্ঠান হয়নি বলেও মনে করছেন অনেকে।