উত্তরপ্রদেশের বাগপতে মসজিদ চত্বরে নৃশংস হত্যাকাণ্ড, ইমামের স্ত্রী ও দুই সন্তানের রক্তাক্ত দেহ উদ্ধার
- আপডেট : ১২ অক্টোবর ২০২৫, রবিবার
- / 617
পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের বাগপত জেলায় ভয়াবহ এক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার গাংনৌলি গ্রামের এক মসজিদ চত্বরের ভেতর থেকে স্থানীয় ইমাম ইব্রাহিমের স্ত্রী ইসরানা (৩০) এবং দুই কন্যা সোফিয়া (৫) ও সুমাইয়া (২)-র রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।
ঘটনার সময় ইমাম কাজের সূত্রে দেওবন্দে ছিলেন। প্রতিদিনের মতো শিশুদের কোরান শেখাতে গিয়ে কয়েকজন ছাত্র প্রথম তিনজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ সুপার সুরজ কুমার রাই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
পাঁচ সদস্যের বিশেষ দল গঠন করে খুনের কারণ অনুসন্ধান শুরু হয়েছে। ডিআইজি কালানিধি নাইথানি জানিয়েছেন, পারিবারিক বিবাদ, ডাকাতি বা পুরনো শত্রুতা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।





























