মেক্সিকোর সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ২৩
- আপডেট : ২ নভেম্বর ২০২৫, রবিবার
- / 90
পুবের কলম, ওয়েবডেস্ক: মেক্সিকোর উত্তরাঞ্চলীয় প্রদেশ সোনোরায় এক ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো অন্তত ২৩ জনের। স্থানীয় সময় শনিবার বিকেলে সোনোরার রাজধানী হেরমোসিলো শহরের ব্যস্ত বাজার এলাকায় অবস্থিত ওয়াল্ডোস নামের একটি সুপারমার্কেটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন অন্তত ১১ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় প্রশাসন জানায়, নিহতদের মধ্যে ১২ জন নারী, ৫ জন পুরুষ, ৪ জন বালক ও ২ জন বালিকা রয়েছেন। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন সুপারমার্কেটের ভেতর ছড়িয়ে পড়ে এবং পাশের কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, আতঙ্কে ক্রেতা ও কর্মচারীরা বাইরে ছুটতে থাকেন। অনেকে ভেতরে আটকা পড়েন, যাদের উদ্ধার করতে কয়েক ঘণ্টা লেগে যায়।
দমকল ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সোনোরা রাজ্যের গভর্নর ক্লাউডিয়া পাভলোভিচ এক বিবৃতিতে বলেন, “এটি নিঃসন্দেহে এক ভয়াবহ বিপর্যয়। নিহতদের পরিবারকে আমরা সবরকম সহায়তা দেব।”
প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি সন্ত্রাসী হামলা নয়। প্রশাসনের ধারণা, বৈদ্যুতিক ট্রান্সফরমারের ত্রুটির কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। তবে সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। শোকস্তব্ধ হেরমোসিলো শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ফুল ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করছেন।


























