নিউইয়র্কের বহুতলে বিধ্বংসী আগুন, কমপক্ষে ১৯ জন মুসলিম অভিবাসীর মৃত্যু
- আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার
- / 53
পুবের কলম ওয়েবডেস্কঃ নিউইয়র্কের একটি বহুতলে বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে ৯টি শিশু সহ কমপক্ষে ১৯ জনের। মৃতরা সকলেই মুসলিম অভিবাসী বলে জানা যাচ্ছে। নিউইয়র্কের মেয়র এরিক আ্যডামস জানিয়েছেন আরও ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সকলের অবস্থাই আশংকাজনক।
স্থানীয় দমকল বাহিনীর অধিকর্তা ড্যানিয়েল নিগ্রো জানিয়েছেন ১৯ তলা এই বহুতলটির প্রতিটি তলা থেকে হতাহতদের পাওয়া গিয়েছে। সাম্প্রতিক সময়ে এত ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেনি বলেই দমকলকর্মীরা জানাচ্ছেন। তীব্র ধোঁয়ায় ঢেকে যায় এই ১৯ তলা বহুতলটি।
দমকল অধিকর্তা ড্যানিয়েল জানিয়েছেন এই বহুতলটিতে গাম্বিয়া থেকে আসা মুসলিম অভিবাসীরা বসবাস করতেন। বৈদ্যুতিন হিটারে শটসার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক ধারণা। এরপর দ্রুত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে । অনেকেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যার্থ হন। সিঁড়িতে মেলে অনেকের দেহ। সকলেই বিষাক্ত ধোঁয়ায় দম আটকে প্রাণ হারিয়েছেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী রবিবার মধ্যরাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।