০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইংরেজি মাধ্যম  স্কুলে পড়ুয়াদের ভর্তিতে ব্যাপক সাড়া

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ মে ২০২২, শুক্রবার
  • / 11

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক: ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্র ভর্তিতে ব্যাপক সারা মিলেছে। গত ১ জানুয়ারি থেকে রাজ্যের ৬৫টি সরকারি স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়েছে। বিকাশভবনে স্কুল শিক্ষা দফতরে এক আধিকারিক বলেন, আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইংরেজি মাধ্যম স্কুলেগুলিতে ভর্তির প্রক্রিয়া চালু থাকবে।

গত কয়েক বছর ধরেই বাংলা মাধ্যম স্কুলেগুলিতে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে অভিভাবকদের মধ্যে একটা অনীহা দেখা যাচ্ছিল।

ফলে সরকারি বা সরকার অনুমোদিত স্কুল ছেড়ে পড়ুয়াদের অনেকেই ভর্তি হচ্ছিল ইংরেজি মাধ্যমের বেসরকারি স্কুলগুলিতে। এই কারণে সরকারি স্কুলগুলিতে ছাত্রভর্তির সংখ্যা অনেকটাই নীচে নেমে এসেছিল। এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের শিক্ষা দফতর ঘোষণা করে, বাংলা মাধ্যমের পাশাপাশি সরকারি অনুমোদিত স্কুলগুলিতেও ইংরেজি মাধ্যম পঠনপাঠন চালু করা হবে। সেই প্রয়াস বাস্তবায়ন করেছে রাজ্য সরকার।

 

স্কুলশিক্ষা দফতর ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য সারা রাজ্যে ১০০টি স্কুলকে চিহ্নিত করে। আপাতত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ৬৫টি স্কুলে ইংরেজি মাধ্যমের পঠনপাঠন চালু করেছে স্কুল শিক্ষা দফতর। সেই মতো এই সব স্কুলগুলিতে চলছে ছাত্রছাত্রীর পঠনপাঠন প্রক্রিয়া। শিক্ষা দফতরের আধিকারিকরা জানান, পরবর্তী পর্যায়ে আরও ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলা হবে।

ইংরেজি মাধ্যম স্কুলে পঠনপাঠনের জন্য ইতিমধ্যেই ইংরেজি ভাষার একাধিক শিক্ষকদের  অন্য স্কুল থেকে আনা হয়েছে। পাশাপাশি শিক্ষক নিয়োগও করা হয়েছে। যে ৬৫টি স্কুলকে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, এর মধ্যে ৪৪টি স্কুল প্রাথমিক স্তরের, ২১টি উচ্চ মাধ্যমিক স্তরের। প্রাথমিক স্তরে কলকাতা এবং বিভিন্ন জেলা মিলে ৫০ থেকে ৬০টি সরকারি স্কুলকে ইংরেজি মাধ্যম করা হচ্ছে। রাজ্যের যে সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ইংরেজি মাধ্যম চালু করা হচ্ছে, সেখানকার পড়ুয়ারা যে কোনও একটি মাধ্যম বেছে নিতে পারবে।

এদিন শিক্ষা দফতরের ওই আধিকারিক আরও জানান, ইতিমধ্যেই বেশ কিছু ভালো শিক্ষক পাওয়া গিয়েছে। এই স্কুল থেকে পঠনপাঠনের ব্যাপারে ইতিবাচক রিপোর্টই মিলেছে।

ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা শর্মিষ্ঠা মিত্র বললেন, প্রাথমিক স্কুলে শিক্ষকতায় নিযুক্ত রয়েছি। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে শিক্ষকতা করছি। যাতে আমাকে ইংরেজি মাধ্যম স্কুল নিয়োগ দেওয়া হয়, তার জন্য আর্জি জানাতে এসেছি।

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইংরেজি মাধ্যম  স্কুলে পড়ুয়াদের ভর্তিতে ব্যাপক সাড়া

আপডেট : ৬ মে ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্র ভর্তিতে ব্যাপক সারা মিলেছে। গত ১ জানুয়ারি থেকে রাজ্যের ৬৫টি সরকারি স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়েছে। বিকাশভবনে স্কুল শিক্ষা দফতরে এক আধিকারিক বলেন, আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইংরেজি মাধ্যম স্কুলেগুলিতে ভর্তির প্রক্রিয়া চালু থাকবে।

গত কয়েক বছর ধরেই বাংলা মাধ্যম স্কুলেগুলিতে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে অভিভাবকদের মধ্যে একটা অনীহা দেখা যাচ্ছিল।

ফলে সরকারি বা সরকার অনুমোদিত স্কুল ছেড়ে পড়ুয়াদের অনেকেই ভর্তি হচ্ছিল ইংরেজি মাধ্যমের বেসরকারি স্কুলগুলিতে। এই কারণে সরকারি স্কুলগুলিতে ছাত্রভর্তির সংখ্যা অনেকটাই নীচে নেমে এসেছিল। এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের শিক্ষা দফতর ঘোষণা করে, বাংলা মাধ্যমের পাশাপাশি সরকারি অনুমোদিত স্কুলগুলিতেও ইংরেজি মাধ্যম পঠনপাঠন চালু করা হবে। সেই প্রয়াস বাস্তবায়ন করেছে রাজ্য সরকার।

 

স্কুলশিক্ষা দফতর ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য সারা রাজ্যে ১০০টি স্কুলকে চিহ্নিত করে। আপাতত কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ৬৫টি স্কুলে ইংরেজি মাধ্যমের পঠনপাঠন চালু করেছে স্কুল শিক্ষা দফতর। সেই মতো এই সব স্কুলগুলিতে চলছে ছাত্রছাত্রীর পঠনপাঠন প্রক্রিয়া। শিক্ষা দফতরের আধিকারিকরা জানান, পরবর্তী পর্যায়ে আরও ইংরেজি মাধ্যম স্কুল গড়ে তোলা হবে।

ইংরেজি মাধ্যম স্কুলে পঠনপাঠনের জন্য ইতিমধ্যেই ইংরেজি ভাষার একাধিক শিক্ষকদের  অন্য স্কুল থেকে আনা হয়েছে। পাশাপাশি শিক্ষক নিয়োগও করা হয়েছে। যে ৬৫টি স্কুলকে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, এর মধ্যে ৪৪টি স্কুল প্রাথমিক স্তরের, ২১টি উচ্চ মাধ্যমিক স্তরের। প্রাথমিক স্তরে কলকাতা এবং বিভিন্ন জেলা মিলে ৫০ থেকে ৬০টি সরকারি স্কুলকে ইংরেজি মাধ্যম করা হচ্ছে। রাজ্যের যে সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ইংরেজি মাধ্যম চালু করা হচ্ছে, সেখানকার পড়ুয়ারা যে কোনও একটি মাধ্যম বেছে নিতে পারবে।

এদিন শিক্ষা দফতরের ওই আধিকারিক আরও জানান, ইতিমধ্যেই বেশ কিছু ভালো শিক্ষক পাওয়া গিয়েছে। এই স্কুল থেকে পঠনপাঠনের ব্যাপারে ইতিবাচক রিপোর্টই মিলেছে।

ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা শর্মিষ্ঠা মিত্র বললেন, প্রাথমিক স্কুলে শিক্ষকতায় নিযুক্ত রয়েছি। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে শিক্ষকতা করছি। যাতে আমাকে ইংরেজি মাধ্যম স্কুল নিয়োগ দেওয়া হয়, তার জন্য আর্জি জানাতে এসেছি।