০৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাভাষীদের হয়রানি : মমতা ঠাকুরের নেতৃত্বে বাগদায় মতুয়া মহাসংঘের প্রতিবাদ মিছিল

মারুফা খাতুন
  • আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
  • / 72

এম এ হাকিম : বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। বুধবার বিকেলে বাগদার হেলেঞ্চায় ওই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য মমতা ঠাকুর এবং সংশ্লিষ্ট এলাকার মতুয়া সম্প্রদায়ের বহু মানুষজন।

মিছিলে স্লোগান ওঠে ‘বাংলাভাষীদের গ্রেফতার করা হচ্ছে কেন বিজেপি জবাব চাই, জবাব দাও’, ‘আমাদের আন্দোলন চলছে, চলবে’, ‘উদ্বাস্তুদের গ্রেফতার করা হচ্ছে কার স্বার্থে, বিজেপি জবাব চাই, জবাব দাও’, ‘জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে’, ‘বাংলাভাষীদের উপরে অত্যাচার মানছি না, মানব না’, ‘বিভিন্ন রাজ্যে কার স্বার্থে বাঙালিদের গ্রেফতার করা হচ্ছে, বিজেপি জবাব চাই, জবাব দাও’, ‘বিভিন্ন রাজ্যে বাঙালিদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদে মমতা ঠাকুর লড়ছে, লড়বে’ ইত্যাদি। পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংসদ মমতা ঠাকুর এবং অন্যরা।

আরও পড়ুন: সন্দেশখালিতে ভাষা নিয়ে প্রতিবাদ মিছিল

প্রসঙ্গত, বাঙালিদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদে বরাবরই সোচ্চার রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। মাসখানেক আগে হরিয়ানার গুরুগ্রামে সেখানকার বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তা খতিয়ে দেখতে এক প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন মমতা ঠাকুর। সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ৩০ জন পরিযায়ী শ্রমিককে গুরুগ্রামে একটি ‘ডিটেনশন ক্যাম্প’-এ আটকে রাখা হয়েছিল। সংসদে তৃণমূল-সহ বিরোধী জোটের প্রতিবাদে অবশেষে তাঁদের মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকা ও বাংলা ভাষা ঘিরে জোড়া কৌশল

আরও পড়ুন: সিএএ নিয়ে মাঠে বিজেপি, পাল্টা বাঙালি অস্মিতার ডাক মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাভাষীদের হয়রানি : মমতা ঠাকুরের নেতৃত্বে বাগদায় মতুয়া মহাসংঘের প্রতিবাদ মিছিল

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

এম এ হাকিম : বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। বুধবার বিকেলে বাগদার হেলেঞ্চায় ওই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য মমতা ঠাকুর এবং সংশ্লিষ্ট এলাকার মতুয়া সম্প্রদায়ের বহু মানুষজন।

মিছিলে স্লোগান ওঠে ‘বাংলাভাষীদের গ্রেফতার করা হচ্ছে কেন বিজেপি জবাব চাই, জবাব দাও’, ‘আমাদের আন্দোলন চলছে, চলবে’, ‘উদ্বাস্তুদের গ্রেফতার করা হচ্ছে কার স্বার্থে, বিজেপি জবাব চাই, জবাব দাও’, ‘জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে’, ‘বাংলাভাষীদের উপরে অত্যাচার মানছি না, মানব না’, ‘বিভিন্ন রাজ্যে কার স্বার্থে বাঙালিদের গ্রেফতার করা হচ্ছে, বিজেপি জবাব চাই, জবাব দাও’, ‘বিভিন্ন রাজ্যে বাঙালিদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদে মমতা ঠাকুর লড়ছে, লড়বে’ ইত্যাদি। পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংসদ মমতা ঠাকুর এবং অন্যরা।

আরও পড়ুন: সন্দেশখালিতে ভাষা নিয়ে প্রতিবাদ মিছিল

প্রসঙ্গত, বাঙালিদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদে বরাবরই সোচ্চার রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। মাসখানেক আগে হরিয়ানার গুরুগ্রামে সেখানকার বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তা খতিয়ে দেখতে এক প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন মমতা ঠাকুর। সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ৩০ জন পরিযায়ী শ্রমিককে গুরুগ্রামে একটি ‘ডিটেনশন ক্যাম্প’-এ আটকে রাখা হয়েছিল। সংসদে তৃণমূল-সহ বিরোধী জোটের প্রতিবাদে অবশেষে তাঁদের মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকা ও বাংলা ভাষা ঘিরে জোড়া কৌশল

আরও পড়ুন: সিএএ নিয়ে মাঠে বিজেপি, পাল্টা বাঙালি অস্মিতার ডাক মমতার