মায়ানমারে বৌদ্ধ উৎসবে জান্তার ভয়াবহ হামলা, নিহত অন্তত ৪০
- আপডেট : ৮ অক্টোবর ২০২৫, বুধবার
- / 245
পুবের কলম ওয়েবডেস্ক: মায়ানমারের মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় থাদিঙ্গুত পূর্ণিমা উপলক্ষে শত শত মানুষ উৎসবে যোগ দেন এবং পরে জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। ঠিক সেই সময় একটি মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে দুটি বোমা ফেলা হয়। বিস্ফোরণে বহু মানুষের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
স্থানীয়রা জানান, হামলার পর রাতভর দেহাবশেষ সংগ্রহের কাজ চলে। ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে সেনাশাসনের বিরুদ্ধে গৃহযুদ্ধ চলছে। দেশটিতে ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিরোধীরা সেটিকে “প্রহসন” আখ্যা দিয়েছে।





























