অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন মায়াবতীর

- আপডেট : ২ জুলাই ২০২৩, রবিবার
- / 59
পুবের কলম,ওয়েবডেস্ক: এবার অভিন্ন দেওয়ান বিধিকে সমর্থন জানালেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, আমি অভিন্ন দেওয়ান বিধির বিরোধী নয়। তবে এটা নিয়ে বিজেপি যে রাজনীতি করছে তার সমর্থন আমি করিনা। তার নিন্দা জানায় আমি। এদিন তিনি আরও জানান, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও দৃঢ় করতে অভিন্ন দেওয়ান বিধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিন মায়াবতী বলেন, ‘বসপা’ অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগের বিরোধী নয়। কিন্তু, বিজেপি যে পদ্ধতিতে এটা প্রয়োগ করতে চলেছে তা সমর্থন করি না আমরা। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। দেশে জোর করে তা প্রয়োগ করার বিরোধী তাঁর দল।
তিনি আরও বলেন, অভিন্ন দেওয়ানি বিধি দেশকে দুর্বল করবে না। বরং দেশকে শক্তিশালী করবে। এর ফলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ ভালো হবে।
কিন্তু একইসঙ্গে তিনি আরও বলেন, মানুষ ভিন্ন ভিন্ন ধর্মে বিশ্বাস করে। তাদের ভিন্ন ভিন্ন রীতিনীতি-আচার-অনুষ্ঠান আছে। সেসবকে অগ্রাহ্য করে চলবে না। ফলত জোর করে অভিন্ন দেওয়ান বিধি চাপিয়ে দেওয়া চলবে না। এ নিয়ে ঐকমত্যে পৌঁছানোর উপর জোর দেন তিনি।