০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

সুস্মিতা
  • আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার
  • / 307

পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লির এক হোটেলে ১৮ বছর বয়সি এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁরই এক বন্ধুর বিরুদ্ধে। গত ৯ সেপ্টেম্বরের ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তরুণীকে পার্টির নামে হোটেলে ডেকে মদ্যপান করিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং এফআইআর রুজু করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া আদতে হরিয়ানার ঝিন্দের বাসিন্দা। পড়াশোনার জন্য দিল্লিতে একটি হস্টেলে থাকেন। অভিযুক্ত তরুণও হরিয়ানার ঝিন্দের বাসিন্দা। নির্যাতিতা ও অভিযুক্ত এক এলাকার বাসিন্দা বলেই জানা গেছে।

সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দিল্লির আদর্শ নগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া জানিয়েছেন, তাঁকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ঘনিষ্ঠ বন্ধু। সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করে। আবারও শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য জোরাজুরি করতে শুরু করে। রাজি না হলে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকিও দিত।

আরও পড়ুন: দিল্লির নতুন নাম হোক ‘ইন্দ্রপ্রস্থ’, দেশের রাজধানীর নাম বদলের দাবি বিজেপি সাংসদের

ঘটনাটি ঘটেছে ৯ সেপ্টেম্বর। ডাক্তারি পড়ুয়া সেদিন ওই হোটেলে পার্টিতে গিয়েছিলেন। সেই পার্টিতে ছিল তাঁর ঘনিষ্ঠ বন্ধু। সেখানে দেদার মদ্যপানের পর তরুণীকে ধর্ষণ করে ওই তরুণ। ধর্ষণের সময় ভিডিও, ছবি ক্যামেরাবন্দি করে। এরপর এক মাস ধরে তাকে ব্ল্যাকমেল করত।

আরও পড়ুন: দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত

আরও পড়ুন: দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ড: নির্যাতিতার সহপাঠী এমবিবিএস পড়ুয়ার ৭ দিনের পুলিশ হেফাজত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লির এক হোটেলে ১৮ বছর বয়সি এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁরই এক বন্ধুর বিরুদ্ধে। গত ৯ সেপ্টেম্বরের ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তরুণীকে পার্টির নামে হোটেলে ডেকে মদ্যপান করিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং এফআইআর রুজু করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া আদতে হরিয়ানার ঝিন্দের বাসিন্দা। পড়াশোনার জন্য দিল্লিতে একটি হস্টেলে থাকেন। অভিযুক্ত তরুণও হরিয়ানার ঝিন্দের বাসিন্দা। নির্যাতিতা ও অভিযুক্ত এক এলাকার বাসিন্দা বলেই জানা গেছে।

সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে দিল্লির আদর্শ নগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া জানিয়েছেন, তাঁকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ঘনিষ্ঠ বন্ধু। সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করে। আবারও শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য জোরাজুরি করতে শুরু করে। রাজি না হলে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকিও দিত।

আরও পড়ুন: দিল্লির নতুন নাম হোক ‘ইন্দ্রপ্রস্থ’, দেশের রাজধানীর নাম বদলের দাবি বিজেপি সাংসদের

ঘটনাটি ঘটেছে ৯ সেপ্টেম্বর। ডাক্তারি পড়ুয়া সেদিন ওই হোটেলে পার্টিতে গিয়েছিলেন। সেই পার্টিতে ছিল তাঁর ঘনিষ্ঠ বন্ধু। সেখানে দেদার মদ্যপানের পর তরুণীকে ধর্ষণ করে ওই তরুণ। ধর্ষণের সময় ভিডিও, ছবি ক্যামেরাবন্দি করে। এরপর এক মাস ধরে তাকে ব্ল্যাকমেল করত।

আরও পড়ুন: দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত

আরও পড়ুন: দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ড: নির্যাতিতার সহপাঠী এমবিবিএস পড়ুয়ার ৭ দিনের পুলিশ হেফাজত