০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাইডেনকে ‘বুড়ো দাদু’ বললেন মেদভেদেভ

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার
  • / 14

পুবের কলম,ওয়েবডেস্ক: আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘মরিয়া বুড়ো দাদু’ বলে ডেকেছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে ঘোষণা দেওয়ার পরপরই বাইডেনকে ‘স্মৃতিশক্তি কমে যাওয়া বুড়ো’ ও ‘মরিয়া দাদু’ বলে অভিহিত করেন মেদভেদেভ।

৮০ বছর বয়সী বাইডেন সম্পর্কে মেদভেদেভ টেলিগ্রামে লিখেছেন, ‘বাইডেন তার নিজের সিদ্ধান্ত নিয়েছেন। একজন মরিয়া দাদু।’ বাইডেন মঙ্গলবার ২০২৪ সালের নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিয়ে তার মেয়াদের ‘কাজ শেষ করার’ চেষ্টার কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি আমেরিকার গণতন্ত্রকে রিপাবলিকান ‘চরমপন্থিদের’ হাত থেকে বাঁচাতে লড়াই করছেন বলেও জানান।

দ্বিতীয় মেয়াদে বাইডেন প্রেসিডেন্ট হলে ৮৬ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সেটা হলে মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়বেন তিনি। ৫৭ বছর বয়সী মেদভেদেভ বর্তমানের রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বরাবরই পশ্চিমা বিশ্বের নেতাদের ব্যাপক সমালোচনা করে থাকেন। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে রুশ-মার্কিন সম্পর্কের চরম অবনতি ঘটে। ইউক্রেনের প্রধান সামরিক ও অর্থনৈতিক সহায়তাকারী দেশ আমেরিকা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাইডেনকে ‘বুড়ো দাদু’ বললেন মেদভেদেভ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘মরিয়া বুড়ো দাদু’ বলে ডেকেছেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে ঘোষণা দেওয়ার পরপরই বাইডেনকে ‘স্মৃতিশক্তি কমে যাওয়া বুড়ো’ ও ‘মরিয়া দাদু’ বলে অভিহিত করেন মেদভেদেভ।

৮০ বছর বয়সী বাইডেন সম্পর্কে মেদভেদেভ টেলিগ্রামে লিখেছেন, ‘বাইডেন তার নিজের সিদ্ধান্ত নিয়েছেন। একজন মরিয়া দাদু।’ বাইডেন মঙ্গলবার ২০২৪ সালের নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিয়ে তার মেয়াদের ‘কাজ শেষ করার’ চেষ্টার কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি আমেরিকার গণতন্ত্রকে রিপাবলিকান ‘চরমপন্থিদের’ হাত থেকে বাঁচাতে লড়াই করছেন বলেও জানান।

দ্বিতীয় মেয়াদে বাইডেন প্রেসিডেন্ট হলে ৮৬ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সেটা হলে মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়বেন তিনি। ৫৭ বছর বয়সী মেদভেদেভ বর্তমানের রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বরাবরই পশ্চিমা বিশ্বের নেতাদের ব্যাপক সমালোচনা করে থাকেন। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে রুশ-মার্কিন সম্পর্কের চরম অবনতি ঘটে। ইউক্রেনের প্রধান সামরিক ও অর্থনৈতিক সহায়তাকারী দেশ আমেরিকা।