১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সূরা ইনসান মুখস্ত পাঠ করে মুগ্ধ করলেন ছাত্রী শ্রাবস্তী সরকার

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
  • / 226

পুবের কলম প্রতিবেদক: ‘দোস্তি কি ইফতারি’-এ কুরআনের এক দীর্ঘ সূরা ‘ইনসান’-এর মুখস্ত তিলাওয়াত করেন এবং এর মর্মবাণী ইংরেজিতে অনুবাদ করে সকলকে মুগ্ধ করেন ন্যাশনাল ইউনির্ভাসিটি অব জুরিডিক্যাল সায়েন্স (এনইউজেএস)-এর এলএলএম-এ পাঠরতা পড়ুয়া শ্রাবস্তী সরকার।

২০২১ সাল থেকে কুরআন তিলাওয়াত করা শিখেছেন তিনি। বাগুইআটির বাসিন্দা শ্রাবস্তী সরকারের মা মুনমুন চট্টোপাধ্যায় অধ্যাপনায় নিযুক্ত। বাবা সব্যসাচী সরকার একজন বিশিষ্ট সাংবাদিক।

আরও পড়ুন: আইভরি ইন-এ ‘দোস্তি কি ইফতারি’-তে বুদ্ধিজীবী-সমাজকর্মীদের সমাবেশ

এদিন পুবের কলম প্রতিবেদককে শ্রাবস্তী বলেন, ছোটবেলা থেকেই কখনও ভাবিনি মুসলিম বন্ধুরা আমার থেকে আলাদা। পরবর্তীকালে দেখছি, সংখলঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। তাই আমি সংখলঘুদের পাশে থাকার চেষ্টা করি।

পাশাপাশি কুরআন জানার জন্যও আমার আগ্রহ রয়েছে। পরে আমি, আমার শিক্ষক আহমেদ আলির কাছ থেকে আরবি ভাষা শিখেছি। বাবা-মাও আমার আরবি শিক্ষায় উৎসাহিত করেন। কুরআনের মর্মবাণী ইংরেজি অনুবাদ থেকে বোঝার চেষ্টা করি। কুরআনে আছে শান্তির বাণী। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ক্ষমার কথা বহুবার কুরআনে উল্লেখ রয়েছে। তাই বলব, ইসলাম ধর্মের মানুষ ছাড়াও অন্য ধর্মের মানুষদেরও কুরআনের বাণী বুঝে পড়া উচিত। এতে ইসলামের সঙ্গে দূরত্ব কমবে এবং ভুল ধারণা দূর হবে।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সূরা ইনসান মুখস্ত পাঠ করে মুগ্ধ করলেন ছাত্রী শ্রাবস্তী সরকার

আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার

পুবের কলম প্রতিবেদক: ‘দোস্তি কি ইফতারি’-এ কুরআনের এক দীর্ঘ সূরা ‘ইনসান’-এর মুখস্ত তিলাওয়াত করেন এবং এর মর্মবাণী ইংরেজিতে অনুবাদ করে সকলকে মুগ্ধ করেন ন্যাশনাল ইউনির্ভাসিটি অব জুরিডিক্যাল সায়েন্স (এনইউজেএস)-এর এলএলএম-এ পাঠরতা পড়ুয়া শ্রাবস্তী সরকার।

২০২১ সাল থেকে কুরআন তিলাওয়াত করা শিখেছেন তিনি। বাগুইআটির বাসিন্দা শ্রাবস্তী সরকারের মা মুনমুন চট্টোপাধ্যায় অধ্যাপনায় নিযুক্ত। বাবা সব্যসাচী সরকার একজন বিশিষ্ট সাংবাদিক।

আরও পড়ুন: আইভরি ইন-এ ‘দোস্তি কি ইফতারি’-তে বুদ্ধিজীবী-সমাজকর্মীদের সমাবেশ

এদিন পুবের কলম প্রতিবেদককে শ্রাবস্তী বলেন, ছোটবেলা থেকেই কখনও ভাবিনি মুসলিম বন্ধুরা আমার থেকে আলাদা। পরবর্তীকালে দেখছি, সংখলঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। তাই আমি সংখলঘুদের পাশে থাকার চেষ্টা করি।

পাশাপাশি কুরআন জানার জন্যও আমার আগ্রহ রয়েছে। পরে আমি, আমার শিক্ষক আহমেদ আলির কাছ থেকে আরবি ভাষা শিখেছি। বাবা-মাও আমার আরবি শিক্ষায় উৎসাহিত করেন। কুরআনের মর্মবাণী ইংরেজি অনুবাদ থেকে বোঝার চেষ্টা করি। কুরআনে আছে শান্তির বাণী। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ক্ষমার কথা বহুবার কুরআনে উল্লেখ রয়েছে। তাই বলব, ইসলাম ধর্মের মানুষ ছাড়াও অন্য ধর্মের মানুষদেরও কুরআনের বাণী বুঝে পড়া উচিত। এতে ইসলামের সঙ্গে দূরত্ব কমবে এবং ভুল ধারণা দূর হবে।