ডিসেম্বরে কলকাতায় মেসি

- আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 2
পুবের কলম প্রতিবেদক: ডিসেম্বরে ভারতে আসছেন লিওনেল মেসি। নিশ্চয়তা পেল সেই খবর। দেশের তিনটি শহরে থাকবেন তিনি। তার মধ্যে কলকাতাতেই থাকবেন তিনটে দিন। ১৩ থেকে ১৫ ডিসেম্বর কলকাতায় থাকার কথা লিও মেসির।
১৩ ডিসেম্বর মেসি একটি ফুটবল ওয়ার্কশপ করবেন কলকাতায়। এরপর তিলোত্তমার বুকে তিনি একটি ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন। যাবেন ইডেন গার্ডেন্সেও। তাঁর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি পাড়ি দেবেন মুম্বই।
ওয়াংখড়ে স্টেডিয়ামে মেসির সঙ্গে থাকবেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিও। শোনা গিয়েছে মেসি সেখানে ক্রিকেটও খেলবেন ধোনি-কোহলিদের বিরুদ্ধে। তাঁর সম্মানে সেখানে আয়োজিত হতে চলেছে গোট কাপের। উল্লেখ্য এর আগে কলকাতায় মেসি এসেছিলেন ২০১১ সালের সেপ্টেম্বরে।
ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেই চলে গিয়েছিলেন বাংলাদেশে। তখন তিনি সদ্য আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। ১৫ বছর পর ফের কলকাতায় আসছেন মেসি। তবে তাঁর কেরল যাওয়ার যে কথা হয়েছিল, সেটি সম্পর্কে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।