০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘মেসি নেই বিপক্ষ তাই নিডর’, বার্সা কোচের স্বীকারোক্তিতে হতবাক ফুটবল বিশ্ব

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ অগাস্ট ২০২১, রবিবার
  • / 29

পুবের কলম,  ওয়েব ডেস্ক: বহু পুরোনো সম্পর্কের অবসান করে প্যারিস সাঁ জাঁ দলে যোগ দিয়েছেন ফুটবল মহারথী লিওনেল মেসি। মহারথীর এই শিবির পরিবর্তনে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে বার্সেলোনার ম্যাচে ১-১ গোলে ড্র হওয়ার পর বার্সা কোচ কে মেসির অনুপস্থিতিতে হতাশ হতে দেখা যায়।

'মেসি নেই বিপক্ষ তাই নিডর', বার্সা কোচের স্বীকারোক্তিতে হতবাক ফুটবল বিশ্ব

তিনি বলেন, ‘মেসি যতদিন আমাদের দলে ছিল, ততদিন প্রতিপক্ষ আমাদের ভয় পেত , এই কথাটা বারবার বলতে ভালো না লাগলেও যার বিষয়ে বলছি সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার দের একজন। মেসির পায়ে বল গেলে আমি নিশ্চিন্ত থাকতাম, ওর থেকে বলের দখল নেওয়া সহজ নয়।” সমর্থকদের অনেকেই মনে করছেন বার্সা দলটি দিন দিন হীনবল হয়ে পড়ছে। বার্সা দলের ত্রয়ী মেসি,  জাভি ও ইনিয়েস্তা তিনজনই এখন বার্সেলোনা দলটি ছেড়ে দিয়েছেন। এর ফলেই দলটি সমর্থকও হারাচ্ছে। কিন্তু বিলবাওয়ের বিরুদ্ধে বার্সা ম্যাচের পর বার্সা কোচ বলেন,  ‘বিলবাওয়ের বিরুদ্ধে ড্র মোটেই খারাপ ফলাফল নয়, ওরা যথেষ্ট ভালো খেলেছে। এই দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ সবসময় বেশ শক্ত হয়ে থাকে। ফলে এই ম্যাচের ফলাফল নিয়ে কিছু বলতে চাই না আমি’। দলে উদ্দীপনা বজায় রাখতে এমন বক্তব্য কোচ রোনাল্ডের মুখে শোনা গেলেও তিনি যে মেসির অনুপস্থিতিতে হতাশ তা নিয়ে গুজব চরমে ক্রীড়াপ্রেমী মহলে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মেসি নেই বিপক্ষ তাই নিডর’, বার্সা কোচের স্বীকারোক্তিতে হতবাক ফুটবল বিশ্ব

আপডেট : ২২ অগাস্ট ২০২১, রবিবার

পুবের কলম,  ওয়েব ডেস্ক: বহু পুরোনো সম্পর্কের অবসান করে প্যারিস সাঁ জাঁ দলে যোগ দিয়েছেন ফুটবল মহারথী লিওনেল মেসি। মহারথীর এই শিবির পরিবর্তনে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে বার্সেলোনার ম্যাচে ১-১ গোলে ড্র হওয়ার পর বার্সা কোচ কে মেসির অনুপস্থিতিতে হতাশ হতে দেখা যায়।

'মেসি নেই বিপক্ষ তাই নিডর', বার্সা কোচের স্বীকারোক্তিতে হতবাক ফুটবল বিশ্ব

তিনি বলেন, ‘মেসি যতদিন আমাদের দলে ছিল, ততদিন প্রতিপক্ষ আমাদের ভয় পেত , এই কথাটা বারবার বলতে ভালো না লাগলেও যার বিষয়ে বলছি সে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার দের একজন। মেসির পায়ে বল গেলে আমি নিশ্চিন্ত থাকতাম, ওর থেকে বলের দখল নেওয়া সহজ নয়।” সমর্থকদের অনেকেই মনে করছেন বার্সা দলটি দিন দিন হীনবল হয়ে পড়ছে। বার্সা দলের ত্রয়ী মেসি,  জাভি ও ইনিয়েস্তা তিনজনই এখন বার্সেলোনা দলটি ছেড়ে দিয়েছেন। এর ফলেই দলটি সমর্থকও হারাচ্ছে। কিন্তু বিলবাওয়ের বিরুদ্ধে বার্সা ম্যাচের পর বার্সা কোচ বলেন,  ‘বিলবাওয়ের বিরুদ্ধে ড্র মোটেই খারাপ ফলাফল নয়, ওরা যথেষ্ট ভালো খেলেছে। এই দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ সবসময় বেশ শক্ত হয়ে থাকে। ফলে এই ম্যাচের ফলাফল নিয়ে কিছু বলতে চাই না আমি’। দলে উদ্দীপনা বজায় রাখতে এমন বক্তব্য কোচ রোনাল্ডের মুখে শোনা গেলেও তিনি যে মেসির অনুপস্থিতিতে হতাশ তা নিয়ে গুজব চরমে ক্রীড়াপ্রেমী মহলে।