০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার মেসি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ মে ২০২২, শনিবার
  • / 85

পুবের কলম প্রতিবেদক: ফুটবল রাজকুমার লিওনেল মেসি চিরকালই খবরের শিরোনামে। তাঁর বার্সেলোনা ছাড়া থেকে পিএসজিতে আসা। সবটাতেই ছিল চমক। আর্জেন্টাইন মেগাস্টার এবার আরও একটি চমক দেখালেন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্বস পত্রিকার বিচারে বছরের সবচেয়ে দামী ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি। প্রসঙ্গত চলতি বছরে তিনিই বিশ্বের সর্বোচ্চ অঙ্কের ফুটবলার। ১৩০ মিলিয়ন মার্কিন ডলারে তাঁকে কিনেছিল ফ্রান্সের বিখ্যাত ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন। তাই তাঁকে বিশ্বের সবচেয়ে বেশি দামী অ্যাথলিট হিসেবে নির্বাচিত করেছে ফোর্বস। ২০২১-২২ মরশুমে তাঁকে পিএসজিতে মেসির পারফরম্যান্স যে খুব একটা আহামরি ছিল তা কিন্তু নয়। বরং বলা যেতে পারে কিছুটা মাঝারি মানের ছিল মেসির পারফরমেন্স। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও উঠতে পারেনি পিএসজি। কিন্তু মেসির পারফরমেন্স ২০২২ সালের ফ্রেঞ্চ লিগ ওয়ান জিততে সাহায্য করে পিএসজিকে। তাই মেসিকেই বিশ্বের সবচেয়ে দামী অ্যাথলিট হিসেবে বিচার করেছে ফোর্বস।

মেসির ঠিক পরেই রয়েছেন আমেরিকার পেশাদার বাস্কেট বল প্লেয়ার লেব্রন জেমস। তিনি উপার্জন করেছেন ১২১.২ মিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের বিচারে সবচেয়ে দামী যে পাঁচ অ্যাথলিট রয়েছেন তার মধ্যে তিনজন ফুটবলার ও দু’জন এনবিএ ফুটবলার। মেসি ছাড়া বাকি যে দুই ফুটবলার ফোর্বসের এই তালিকার সেরা পাঁচজনের মধ্যে রয়েছেন তাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর্তুগীজ রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। রোনাল্ডোর অর্থ মূল্য ১১৫ মিলিয়ন মার্কিন ডলার ও নেইমারের অর্থমূল্য ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। গোল্ডেন স্টেট ওয়ারিয়রের মার্কিন বাস্কেটবল প্লে মেকার গার্ড স্টিফেন ক্যারি বিশ্বের পঞ্চম সর্বোচ্চ মূল্যের অ্যাথলিট বিবেচিত হয়েছে। তাঁর অর্থমূল্য ৯২.৮ মিলিয়ন ডলার। উল্লেখ্য ফুটবল ও বাস্কেটবল ছাড়াও পেশাদার বক্সার মেক্সিকোর কানেলো আরভারেজ, আমেরিকার এনএফএল ফুটবল তারকা টম ব্রেডি, সুইস টেনিস তারকা রজার ফেডেরারও ফোর্বসের এই তালিকায় রয়েছেন।

আরও পড়ুন: মেসি ম্যাচের টিকিট বিক্রি ৮ অক্টোবর থেকে

এক নজরে দেখে নেওয়া যাক ২০২২ সালের বিশ্বের সবচেয়ে দামী অ্যাথলেট

আরও পড়ুন: Lionel Messi: নভেম্বরে ভারত সফর নিশ্চিত মেসির, কেরলে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা

১. লিওনেল মেসি  (১৩০ মিলিয়ন মার্কিন ডলার)

আরও পড়ুন: মোদির ‘বিশ্বগুরু’র দাবি নাকচ করল ফোর্বসের রিপোর্ট

২. লেব্রন জেমস (১২১.২ মিলিয়ন মার্কিন ডলার)

৩. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( ১১৫ মিলিয়ন মার্কিন ডলার)

৪. নেইমার (৯৫ মিলিয়ন মার্কিন ডলার)

৫. স্টিফেন কারি (৯২.৮ মিলিয়ন মার্কিন ডলার)

৬. কেভিন ডুরান্ট (৯২.১ মিলিয়ন মার্কিন ডলার)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার মেসি

আপডেট : ১৪ মে ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: ফুটবল রাজকুমার লিওনেল মেসি চিরকালই খবরের শিরোনামে। তাঁর বার্সেলোনা ছাড়া থেকে পিএসজিতে আসা। সবটাতেই ছিল চমক। আর্জেন্টাইন মেগাস্টার এবার আরও একটি চমক দেখালেন। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্বস পত্রিকার বিচারে বছরের সবচেয়ে দামী ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি। প্রসঙ্গত চলতি বছরে তিনিই বিশ্বের সর্বোচ্চ অঙ্কের ফুটবলার। ১৩০ মিলিয়ন মার্কিন ডলারে তাঁকে কিনেছিল ফ্রান্সের বিখ্যাত ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন। তাই তাঁকে বিশ্বের সবচেয়ে বেশি দামী অ্যাথলিট হিসেবে নির্বাচিত করেছে ফোর্বস। ২০২১-২২ মরশুমে তাঁকে পিএসজিতে মেসির পারফরম্যান্স যে খুব একটা আহামরি ছিল তা কিন্তু নয়। বরং বলা যেতে পারে কিছুটা মাঝারি মানের ছিল মেসির পারফরমেন্স। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও উঠতে পারেনি পিএসজি। কিন্তু মেসির পারফরমেন্স ২০২২ সালের ফ্রেঞ্চ লিগ ওয়ান জিততে সাহায্য করে পিএসজিকে। তাই মেসিকেই বিশ্বের সবচেয়ে দামী অ্যাথলিট হিসেবে বিচার করেছে ফোর্বস।

মেসির ঠিক পরেই রয়েছেন আমেরিকার পেশাদার বাস্কেট বল প্লেয়ার লেব্রন জেমস। তিনি উপার্জন করেছেন ১২১.২ মিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের বিচারে সবচেয়ে দামী যে পাঁচ অ্যাথলিট রয়েছেন তার মধ্যে তিনজন ফুটবলার ও দু’জন এনবিএ ফুটবলার। মেসি ছাড়া বাকি যে দুই ফুটবলার ফোর্বসের এই তালিকার সেরা পাঁচজনের মধ্যে রয়েছেন তাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর্তুগীজ রাজপুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। রোনাল্ডোর অর্থ মূল্য ১১৫ মিলিয়ন মার্কিন ডলার ও নেইমারের অর্থমূল্য ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। গোল্ডেন স্টেট ওয়ারিয়রের মার্কিন বাস্কেটবল প্লে মেকার গার্ড স্টিফেন ক্যারি বিশ্বের পঞ্চম সর্বোচ্চ মূল্যের অ্যাথলিট বিবেচিত হয়েছে। তাঁর অর্থমূল্য ৯২.৮ মিলিয়ন ডলার। উল্লেখ্য ফুটবল ও বাস্কেটবল ছাড়াও পেশাদার বক্সার মেক্সিকোর কানেলো আরভারেজ, আমেরিকার এনএফএল ফুটবল তারকা টম ব্রেডি, সুইস টেনিস তারকা রজার ফেডেরারও ফোর্বসের এই তালিকায় রয়েছেন।

আরও পড়ুন: মেসি ম্যাচের টিকিট বিক্রি ৮ অক্টোবর থেকে

এক নজরে দেখে নেওয়া যাক ২০২২ সালের বিশ্বের সবচেয়ে দামী অ্যাথলেট

আরও পড়ুন: Lionel Messi: নভেম্বরে ভারত সফর নিশ্চিত মেসির, কেরলে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা

১. লিওনেল মেসি  (১৩০ মিলিয়ন মার্কিন ডলার)

আরও পড়ুন: মোদির ‘বিশ্বগুরু’র দাবি নাকচ করল ফোর্বসের রিপোর্ট

২. লেব্রন জেমস (১২১.২ মিলিয়ন মার্কিন ডলার)

৩. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( ১১৫ মিলিয়ন মার্কিন ডলার)

৪. নেইমার (৯৫ মিলিয়ন মার্কিন ডলার)

৫. স্টিফেন কারি (৯২.৮ মিলিয়ন মার্কিন ডলার)

৬. কেভিন ডুরান্ট (৯২.১ মিলিয়ন মার্কিন ডলার)