০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্যারিসে মেসির হোটেল ভাড়া ১৭ লক্ষ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার
  • / 14

পুবের কলম, ওয়েবডেস্ক: বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মেসি পাড়ি দিয়েছেন প্যারিসের ক্লাব পিএসজিতে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের আপ্যায়নে অবশ্য কমতি রাখছে না ক্লাবটি। ৩৪ বছর বয়সী মেসি সপরিবারে এই মুহূর্তে রয়েছেন প্যারিসের বিলাসবহুল হোটেল লে রয়্যাল মনচিআওতে। ২০১৭ সালে নেইমারও পিএসজিতে নাম লেখানোর সময় ওই হোটেলে ছিলেন। বিলাসবহুল এই হোটেলটিতে সর্বনিম্ন রুম ভাড়া ৭০০ পাউন্ড। তবে স্ত্রী আর সন্তানসহ সেখানে থাকতে মেসির পিছনে প্রতি রাতে ব্যয় হচ্ছে ১৭ হাজার পাউন্ড করে। যার বারতীয় অর্থমূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। ওই হোটেলটিতে রয়েছে ২৩ মিটার লম্বা সুইমিং পুল। সিনেমা দেখার জন্য আছে ব্যক্তিগত হল। এছাড়া ৬টি বিলাসবহুল রেস্টুরেন্ট রয়েছে। হোটেলটি সুস্বাদু স্টেইকের জন্য বিখ্যাত। যার মূল্যই ৬৭ পাউন্ড।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্যারিসে মেসির হোটেল ভাড়া ১৭ লক্ষ

আপডেট : ১২ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মেসি পাড়ি দিয়েছেন প্যারিসের ক্লাব পিএসজিতে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের আপ্যায়নে অবশ্য কমতি রাখছে না ক্লাবটি। ৩৪ বছর বয়সী মেসি সপরিবারে এই মুহূর্তে রয়েছেন প্যারিসের বিলাসবহুল হোটেল লে রয়্যাল মনচিআওতে। ২০১৭ সালে নেইমারও পিএসজিতে নাম লেখানোর সময় ওই হোটেলে ছিলেন। বিলাসবহুল এই হোটেলটিতে সর্বনিম্ন রুম ভাড়া ৭০০ পাউন্ড। তবে স্ত্রী আর সন্তানসহ সেখানে থাকতে মেসির পিছনে প্রতি রাতে ব্যয় হচ্ছে ১৭ হাজার পাউন্ড করে। যার বারতীয় অর্থমূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। ওই হোটেলটিতে রয়েছে ২৩ মিটার লম্বা সুইমিং পুল। সিনেমা দেখার জন্য আছে ব্যক্তিগত হল। এছাড়া ৬টি বিলাসবহুল রেস্টুরেন্ট রয়েছে। হোটেলটি সুস্বাদু স্টেইকের জন্য বিখ্যাত। যার মূল্যই ৬৭ পাউন্ড।