অস্বাভাবিক গরম পড়তে পারে খবর আবহাওয়া দফতরের

- আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
- / 62
পুবের কলম, ওয়েবডেস্ক: এপ্রিলের শুরুতেই গরমে হাঁসফাঁস অবস্থা। এবছর বাড়তে পারে গরম। তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা হাওয়া অফিসের। জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বছর তাপমাত্রা বৃ্দ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে। এ দেশে এপ্রিল থেকে জুন মাস গ্রীষ্মকাল। গত বছর এই সময়ে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এই বছ দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের প্রধান মৃ্ত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন,”পূর্ব ভারতে ১০ বা তার থেকে বেশি দিন তাপপ্রবাহ চলবে। সাধারণত এপ্রিল থেকে জুনের মধ্যে চার থেকে সাতদিন তাপপ্রবাহ হয়।
আরও পড়ুন: বিপন্ন এশীয় সিংহ, ৫ বছরে ৬৬৯টি সিংহের মৃত্যু
অত্যাধিক পরিমাণে তামপাত্রা বৃদ্ধির ফলে শিশু থেকে বয়স্ক ব্যক্তিদের অসুস্থ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাইরে যারা কাজ করেন অত্যাধিক গরমে তাঁদের অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের ফলে মাথা ঘোরা, মাথাব্যথা থেকে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। গত বছর বেশ কয়েকবার তাপপ্রবাহ হয়েছিল। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলিয়াস অতিক্রম করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গবেষণায় জানিয়েছে, প্রতি বছর তাপমাত্রা বৃদ্ধির ফলে কমপক্ষে পাঁচ লক্ষ লোকের মৃত্যু হয়। সেই সংখ্যা এবার ৩০ গুণ বাড়তে পারে বলে খবর।