ব্যস্ত সময়ে যান্ত্রিক ত্রুটির জেরে থমকে গেল মেট্রো, চরম বিপাকে যাত্রীরা
- আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্ক: আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে মেট্রো পরিষেবা। তবে এখনও অনিয়মিত মেট্রো পরিষেবা। মঙ্গলবার দুপুর একটা নাগাদ যান্ত্রিকত্রুটির জন্য থমকে যায় মেট্রোর চাকা। যাত্রীদের নামিয়ে দিয়ে খালি মেট্রোরেকটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় নোয়াখালি স্টেশনে। কিন্তু ময়দান স্টেশনে গিয়ে আবারও থমকে যায় মেট্রোর চাকা। কবি সুভাষগামী মেট্রো কিছু ক্ষণ ধীরে ধীরে চললেও এক সময় পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। দিনের ব্যস্ত সময়ে মেট্রোর এই ঘটনায় চরম বিপাকে পড়েন যাত্রীরা।
আপ রেক ঘোরান যাচ্ছিলনা বলে ডাউনেও থমকে যায় মেট্রো পরিষেবা। প্রায় ৪৫ মিনিট পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা। তবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর মেট্রোর পরিষেবা এখনও স্বাভাবিক হয়নি। ব্রেকে সমস্যার কারণে রবীন্দ্র সদনে আটকে পড়ল দমদমগামী মেট্রো। দীর্ঘক্ষণ ওই স্টেশনে আটকে পড়ে মেট্রো। যার জেরে আপ লাইনে বন্ধ হয়ে যায় পরিষেবা।