১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার সকাল থেকেই মিলবে মেট্রো, ইংরেজি বর্ষবরণের ভিড়ের সামাল দিতেই এই সিদ্ধান্ত

ছবি-সংগৃহীত

পুবের কলম ওয়েব ডেস্কঃ  বর্ষবরণের ভিড় সামাল দিতে রবিবার শহরে সকাল থেকেই মিলবে মেট্রো। শহর জুড়ে ভিড় হওয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল আধিরকারিকরা। রবিবার সকাল থেকেই দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে চালু হয়ে  যাবে মেট্রো পরিষেবা।

 

আরও পড়ুন: নববর্ষের আগে ‘অপারেশন আঘাত’, দিল্লি জুড়ে তল্লাশি ও ধরপাকড়ে গ্রেপ্তার শতাধিক

সূত্রের খবর অনুসারে, রবিবার মোট ১৮৮ ট্রেন চলবে। এর ফলে মেট্রোর সময়সূচিতেও খানিক বদল হয়েছে বলেই খবর।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোতে কম চলবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ

 

আরও পড়ুন: রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো

১ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে দিনের প্রথম মেট্রো সকাল ৯টার বদলে ৬টা ৫০ মিনিটে ছাড়বে।

 

২ দমদম থেকে কবি সুভাষ স্টেশনের উদ্দেশে যাওয়া মেট্রো সকাল ৯টার পরিবর্তে ৬টা ৫০ মিনিটে ছাড়বে।

 

৩ দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে।

 

৪ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়া দিনের প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৭টায়।

 

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে (গ্রিন লাইন) রবিবার কোনও মেট্রো না চললেও শুধু রবিবারের জন্য ৪৪টি মেট্রো চালানো হবে। ৩০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা।

 

১ গ্রিন লাইনে শিয়ালদহ এবং সেক্টর ফাইভ থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়

 

 ২ ওই দুই স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টা ৩০ মিনিটে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবিবার সকাল থেকেই মিলবে মেট্রো, ইংরেজি বর্ষবরণের ভিড়ের সামাল দিতেই এই সিদ্ধান্ত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  বর্ষবরণের ভিড় সামাল দিতে রবিবার শহরে সকাল থেকেই মিলবে মেট্রো। শহর জুড়ে ভিড় হওয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল আধিরকারিকরা। রবিবার সকাল থেকেই দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে চালু হয়ে  যাবে মেট্রো পরিষেবা।

 

আরও পড়ুন: নববর্ষের আগে ‘অপারেশন আঘাত’, দিল্লি জুড়ে তল্লাশি ও ধরপাকড়ে গ্রেপ্তার শতাধিক

সূত্রের খবর অনুসারে, রবিবার মোট ১৮৮ ট্রেন চলবে। এর ফলে মেট্রোর সময়সূচিতেও খানিক বদল হয়েছে বলেই খবর।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোতে কম চলবে মেট্রো, জানিয়েছে কর্তৃপক্ষ

 

আরও পড়ুন: রবিবার ইউপিএসসির প্রিলি পরীক্ষা, সকাল থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বরে চলবে মেট্রো

১ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে দিনের প্রথম মেট্রো সকাল ৯টার বদলে ৬টা ৫০ মিনিটে ছাড়বে।

 

২ দমদম থেকে কবি সুভাষ স্টেশনের উদ্দেশে যাওয়া মেট্রো সকাল ৯টার পরিবর্তে ৬টা ৫০ মিনিটে ছাড়বে।

 

৩ দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে।

 

৪ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়া দিনের প্রথম মেট্রোটি ছাড়বে সকাল ৭টায়।

 

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে (গ্রিন লাইন) রবিবার কোনও মেট্রো না চললেও শুধু রবিবারের জন্য ৪৪টি মেট্রো চালানো হবে। ৩০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা।

 

১ গ্রিন লাইনে শিয়ালদহ এবং সেক্টর ফাইভ থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়

 

 ২ ওই দুই স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টা ৩০ মিনিটে।