মেক্সিকোয় ভয়াবহ বন্যা: মৃত ৪৪, নিখোঁজ অন্তত ২৭
- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 213
পুবের কলম ওয়েবডেস্ক: মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (সিএনপিসি) জানায়, ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েরেতারো ও সান লুইস পোতসি রাজ্যে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা দিনরাত নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন।
প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম পাঁচ গভর্নরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জরুরি ত্রাণ কার্যক্রম সমন্বয় করেন। তিনি প্রতিশ্রুতি দেন, কোনো ক্ষতিগ্রস্ত পরিবার সহায়তা ছাড়া থাকবে না।
বন্যায় হাজারও মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে ভূমিধস ও নদীর পানি উপচে পড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। এটি সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোর অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে।






























