১২ নভেম্বর ২০২৫, বুধবার, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

MI Thrash LSG: পরপর পাঁচ জয়ে প্লে অফের দৌড়ে মুম্বাই

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, রবিবার
  • / 309

MI Thrash LSG: পরপর পাঁচ জয়ে প্লে অফের দৌড়ে মুম্বাই

পুবের কলম,ওয়েবডেস্ক:  ঠিক সময়ে ছন্দে ফিরেছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI Thrash LSG)। পরপর পাঁচটি ম্যাচ জিতে প্লে অফে ওঠার দৌড়ে ভালোভাবেই রইল হার্দিক পান্ডিয়ারা। রবিবার ঘরের মাঠে মুম্বাই ৫৪ রানে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টাসকে। এ দিনও ব্যর্থ হন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। দু’বলে তাঁর সংগ্রহ চার রান। লখনউয়ের ইনিংসে ধস নামান জসপ্রীত বুমরাহ। মাত্র ২২ রানে চারটি উইকেট দখল করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন ট্রেন্ট বোল্ট। তিনি তিন উইকেট পেয়েছেন ২০ রানের বিনিময়ে। উইল জ্যাকস পেয়েছেন দুটি সফলতা।

 

চোট কাটিয়ে এ দিনই প্রথম মাঠে নামেন লখনউয়ের পেসার ময়াঙ্ক যাদব। শুরুটা ভালোই করেছিলেন তিনি। ম্যাচে ৪০ রানের বিনিময়ে দুটি উইকেট পেয়েছেন। তার মধ্যে রয়েছে রোহিত শর্মার উইকেটটিও। ওয়াংখেড়েতে রায়ান রিকেলটন ও সূর্যকুমার যাদবের জোড়া অর্ধশতরানে ভর করে মুম্বাই সাত উইকেটের বিনিময়ে ২১৫ রান করে (MI Thrash LSG)

 

কানাডায় উৎসবে গাড়ি নিয়ে হামলা, নিহত ৯

জবাবে ১৬১ রানে গুটিয়ে যায় লখনউয়ের ইনিংস। পিচ থেকে বোলাররা তেমন সাহায্য পাচ্ছিলেন না। তার ফায়দা তোলেন রিকেলটন, সূর্যরা। রোহিত শর্মা (১২) দ্রুত ফিরে গেলেও দলের রান এগিয়ে নিয়ে যান রিকেলটন, সুর্যকুমার। রিকেলটন ৬টি চার ও চারটি ছ’য়ের সাহায্য ৫৮ রান করেন। সূর্যর সংগ্রহ ৫৪। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার ও চারটি ছয়। শেষের দিকে মাত্র ১১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন নমন ধীর। লখনউয়ের পক্ষে ময়াঙ্ক যাদব এবং আভেশ খান দুটি করে উইকেট পেয়েছেন।

২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে লখনউ (MI Thrash LSG)। মিচেল মার্শ (৩৪) শুরুটা ভালো করলেও পরে আয়ুষ বাদোনি (৩৫) ছাড়া দলের আর কোনও ব্যাটারই বুমরাহদের বিরুদ্ধে তেমন কোনও লড়াই করতে পারেননি। তবে ৬০/২ অবস্থায় ব্যাট করতে নেমে পন্থ যেভাবে আউট হয়েছেন, তাতে তিনি কোনওভাবেই হারের দায়িত্ব এড়াতে পারেন না।

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

MI Thrash LSG: পরপর পাঁচ জয়ে প্লে অফের দৌড়ে মুম্বাই

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, রবিবার

MI Thrash LSG: পরপর পাঁচ জয়ে প্লে অফের দৌড়ে মুম্বাই

পুবের কলম,ওয়েবডেস্ক:  ঠিক সময়ে ছন্দে ফিরেছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI Thrash LSG)। পরপর পাঁচটি ম্যাচ জিতে প্লে অফে ওঠার দৌড়ে ভালোভাবেই রইল হার্দিক পান্ডিয়ারা। রবিবার ঘরের মাঠে মুম্বাই ৫৪ রানে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টাসকে। এ দিনও ব্যর্থ হন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। দু’বলে তাঁর সংগ্রহ চার রান। লখনউয়ের ইনিংসে ধস নামান জসপ্রীত বুমরাহ। মাত্র ২২ রানে চারটি উইকেট দখল করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন ট্রেন্ট বোল্ট। তিনি তিন উইকেট পেয়েছেন ২০ রানের বিনিময়ে। উইল জ্যাকস পেয়েছেন দুটি সফলতা।

 

চোট কাটিয়ে এ দিনই প্রথম মাঠে নামেন লখনউয়ের পেসার ময়াঙ্ক যাদব। শুরুটা ভালোই করেছিলেন তিনি। ম্যাচে ৪০ রানের বিনিময়ে দুটি উইকেট পেয়েছেন। তার মধ্যে রয়েছে রোহিত শর্মার উইকেটটিও। ওয়াংখেড়েতে রায়ান রিকেলটন ও সূর্যকুমার যাদবের জোড়া অর্ধশতরানে ভর করে মুম্বাই সাত উইকেটের বিনিময়ে ২১৫ রান করে (MI Thrash LSG)

 

কানাডায় উৎসবে গাড়ি নিয়ে হামলা, নিহত ৯

জবাবে ১৬১ রানে গুটিয়ে যায় লখনউয়ের ইনিংস। পিচ থেকে বোলাররা তেমন সাহায্য পাচ্ছিলেন না। তার ফায়দা তোলেন রিকেলটন, সূর্যরা। রোহিত শর্মা (১২) দ্রুত ফিরে গেলেও দলের রান এগিয়ে নিয়ে যান রিকেলটন, সুর্যকুমার। রিকেলটন ৬টি চার ও চারটি ছ’য়ের সাহায্য ৫৮ রান করেন। সূর্যর সংগ্রহ ৫৪। তাঁর ইনিংসে রয়েছে চারটি চার ও চারটি ছয়। শেষের দিকে মাত্র ১১ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন নমন ধীর। লখনউয়ের পক্ষে ময়াঙ্ক যাদব এবং আভেশ খান দুটি করে উইকেট পেয়েছেন।

২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে লখনউ (MI Thrash LSG)। মিচেল মার্শ (৩৪) শুরুটা ভালো করলেও পরে আয়ুষ বাদোনি (৩৫) ছাড়া দলের আর কোনও ব্যাটারই বুমরাহদের বিরুদ্ধে তেমন কোনও লড়াই করতে পারেননি। তবে ৬০/২ অবস্থায় ব্যাট করতে নেমে পন্থ যেভাবে আউট হয়েছেন, তাতে তিনি কোনওভাবেই হারের দায়িত্ব এড়াতে পারেন না।