পুবের কলম, ওয়েবডেস্ক: ফরাক্কায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিএলওদের পর এবার ৯ জন মাইক্রো অবজার্ভার কাজ থেকে ইস্তফা দেওয়ায় বৃহস্পতিবার শুনানি প্রক্রিয়া শুরুই করা যায়নি। বিডিও জুনায়েদ আহমেদ জানান, মাইক্রো অবজার্ভার না থাকলে শুনানি চালানো সম্ভব নয়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোটাররা।
এদিকে, বুধবার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে একজন তৃণমূলের যুবনেতা বলে জানা গেছে। ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিডিও অফিস পরিদর্শনে যান জঙ্গিপুরের মহকুমাশাসক এস রেড্ডি।
উল্লেখ্য, SIR-এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ফরাক্কায় প্রায় ২০০ বিএলও আগেই গণইস্তফা দেন। কমিশন সেই ইস্তফা গ্রহণ না করলেও এবার মাইক্রো অবজার্ভারদের ইস্তফায় পুরো প্রক্রিয়াই কার্যত অচল হয়ে পড়েছে।



































