০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এবারও প্রজাতন্ত্রদিবসে উত্তরপূর্ব বনধের ডাক জঙ্গি সংগঠনগুলির

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 192

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্ক: প্রতি বছরের মতো আরও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বয়কট এবং অসমসহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বনধের ডাক দিয়েছে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। ১৮ ঘণ্টা বনধের ডাক দিয়েছে তারা। নিষিদ্ধ এবং সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী আলফা স্বাধীন, এনএসসিএন এবং জিআরপিএন এই বনধের ডাক দিয়েছে।

স্বাধীনতার ৭৫ বছর চলছে এখন। তারসঙ্গে সামনেই মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডে রয়েছে বিধানসভা নির্বাচন। কিছুদিন আগেও অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরেছেন প্রায় ১০০ জন জঙ্গি সদস্য। অসম এবং মণিপুরের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, সেখানে জঙ্গিদের নির্মূল করার কাজ শুরু হয়েছে। অধিকাংশ জঙ্গি সংগঠনের সদস্যরা আত্মসমর্পণ করেছেন। আরও অনেকে আত্মসমর্পণ করতে চলেছে বলেও তাঁরা দাবি করেছেন। আর সেই সময়ে দেশের প্রজাতন্ত্র দিবসে বনধের ডাক দিল নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি।

আরও পড়ুন: Islamic NATO- র আহ্বান ইরানের

আলফার তরফে প্রজাতন্ত্র দিবসে সাধারণ মানুষদের ঘরের মধ্যে    থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবসকে ‘প্রতিবাদ দিবস’ হিসাবে পালনেরও আহ্বান জানিয়েছে তারা।  তাদের বনধের সময় শুরু হচ্ছে ২৫ জানুরারি মধ্যরাত থেকে।  বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জরুরি পরিষেবাকে বনধের থেকে ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে, একইসঙ্গে ১৮ ঘণ্টা মণিপুর বনধের ডাক দিয়েছে ৬টি জঙ্গি সংগঠনের যৌথ কমিটি।

আরও পড়ুন: কাশ্মীরে এবার ‘জঙ্গি’ কবুতর!

আরও পড়ুন: শোপিয়ান দুই জঙ্গি পাকড়াও, উদ্ধার প্রচুর অস্ত্র

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবারও প্রজাতন্ত্রদিবসে উত্তরপূর্ব বনধের ডাক জঙ্গি সংগঠনগুলির

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: প্রতি বছরের মতো আরও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বয়কট এবং অসমসহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বনধের ডাক দিয়েছে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। ১৮ ঘণ্টা বনধের ডাক দিয়েছে তারা। নিষিদ্ধ এবং সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী আলফা স্বাধীন, এনএসসিএন এবং জিআরপিএন এই বনধের ডাক দিয়েছে।

স্বাধীনতার ৭৫ বছর চলছে এখন। তারসঙ্গে সামনেই মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডে রয়েছে বিধানসভা নির্বাচন। কিছুদিন আগেও অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরেছেন প্রায় ১০০ জন জঙ্গি সদস্য। অসম এবং মণিপুরের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, সেখানে জঙ্গিদের নির্মূল করার কাজ শুরু হয়েছে। অধিকাংশ জঙ্গি সংগঠনের সদস্যরা আত্মসমর্পণ করেছেন। আরও অনেকে আত্মসমর্পণ করতে চলেছে বলেও তাঁরা দাবি করেছেন। আর সেই সময়ে দেশের প্রজাতন্ত্র দিবসে বনধের ডাক দিল নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি।

আরও পড়ুন: Islamic NATO- র আহ্বান ইরানের

আলফার তরফে প্রজাতন্ত্র দিবসে সাধারণ মানুষদের ঘরের মধ্যে    থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রজাতন্ত্র দিবসকে ‘প্রতিবাদ দিবস’ হিসাবে পালনেরও আহ্বান জানিয়েছে তারা।  তাদের বনধের সময় শুরু হচ্ছে ২৫ জানুরারি মধ্যরাত থেকে।  বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, জরুরি পরিষেবাকে বনধের থেকে ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে, একইসঙ্গে ১৮ ঘণ্টা মণিপুর বনধের ডাক দিয়েছে ৬টি জঙ্গি সংগঠনের যৌথ কমিটি।

আরও পড়ুন: কাশ্মীরে এবার ‘জঙ্গি’ কবুতর!

আরও পড়ুন: শোপিয়ান দুই জঙ্গি পাকড়াও, উদ্ধার প্রচুর অস্ত্র