১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ

চামেলি দাস
- আপডেট : ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 136
পুবের কলম ওয়েবডেস্ক: শেষ পর্যন্ত নিজেদের ওয়ানডে টিমের জন্য নতুন অধিনায়ক খুঁজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, বাংলাদেশ এবার ওয়ানডে-তে নতুন অধিনায়ক হিসেবে পেতে চলেছে মেহেদি হাসান মিরাজকে। বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও, বিসিবির এক পরিচালক এটা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিসিবির পরিচালকরা একমত হয়েছে তিন ফর্ম্যাটের ক্রিকেট দলে তিনজনকে দায়িত্ব দেওয়া হবে। ওয়ানডেতে শান্ত আর মিরাজই অপশন ছিল। সেখানে মিরাজকে বেছে নেওয়া হয়েছে। শীঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা হবে। অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষেক হবে মিরাজের।