ফুলের তোড়া পাঠিয়ে জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা ইউনূসের
খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার হওয়া উচিত : মির্জা আব্বাস

- আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 181
পুবের কলম, ওয়েব ডেস্ক: কারাগারে থাকাকালীন খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতন করা হয়েছিল। বিএনপির চেয়ারপারসনের জন্মদিনে এমনটাই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এদিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, খালেদা জিয়াকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের এমন একটি কক্ষে রাখা হয়েছিল, যেখানে ইঁদুর আর পোকামাকড় দৌড়াত। এছাড়া অন্যায়ভাবে তাকে ছাদের ওপর একটি কক্ষে রেখেছিলেন। যেখানে তাঁর উপর অমানসিক নির্যাতন চালানো হত। এই নির্যাতনের জন্য যারা দায়ী, তাদের বিচার হওয়া উচিত।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
এদিকে বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানানো হয়।