১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশে ৪০০ বছরের পুরোনো মাজার ভাঙার চেষ্টা কট্টরবাদীদের

সামিমা এহসানা
  • আপডেট : ২২ জানুয়ারী ২০২৪, সোমবার
  • / 12

পুবের কলম ওয়েব ডেস্ক: রাম মন্দির উদ্বোধনের দিন গোটা দেশের অলি–গলি গেরুয়া পাতাকায় ভরিয়ে দিয়েছে বিজেপি। জোরে জোরে মাইক লাগিয়ে চলছে রাম বন্দনা। কোথাও বা জায়ান্ট স্ক্রিন। রাম মন্দির উদ্বোধনকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়েছে বিজেপি। আর কট্টর হিন্দুত্ববাদীরারে যে এমন একটা সময় অশান্তি লাগানোর চেষ্টা করতে পারে, সে সন্দেহ অনেকেই করছিলেন। সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে বেশ কয়েকজন দুষ্কৃতি মিলে উত্তরপ্রদেশের কন্নৌজের তাজপুর নোকাস এলাকার ৪০০ বছরের প্রাচীন মাজার ভেঙে ফেলার চেষ্টা করে। দেওয়ালের বেশ খানিকটা অংশ ভেঙে দেয় তারা। মাজারটি পাঠান শাহ বাবার। সেটি বেশ বিখ্যাত এবং ইতিহাসিক গুরুত্বও রয়েছে মাজারটির।
কে বা কারা এমনটা করল, তা এখনও জানায়নি পুলিশ। ইমরান নামে ওই এলাকারই এক বাসিন্দা সর্দার কোতওয়ালি পুলিশ স্টেশনে মামলা দায়ের করেন।
এই খবর ছরিয়ে পড়ার পর, স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানানো হয় । তবে এখনও পর্যন্ত অপরাধীদের ধরতে পারে নি যোগী আদিত্যনাথের পুলিশ। এই ঘটনায় জড়িত কারা, তা এখনও জানা যায়নি। তবে সকলেই মনে করছেন, এমন কাজ করেছে কট্টরবাদীরাই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশে ৪০০ বছরের পুরোনো মাজার ভাঙার চেষ্টা কট্টরবাদীদের

আপডেট : ২২ জানুয়ারী ২০২৪, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: রাম মন্দির উদ্বোধনের দিন গোটা দেশের অলি–গলি গেরুয়া পাতাকায় ভরিয়ে দিয়েছে বিজেপি। জোরে জোরে মাইক লাগিয়ে চলছে রাম বন্দনা। কোথাও বা জায়ান্ট স্ক্রিন। রাম মন্দির উদ্বোধনকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়েছে বিজেপি। আর কট্টর হিন্দুত্ববাদীরারে যে এমন একটা সময় অশান্তি লাগানোর চেষ্টা করতে পারে, সে সন্দেহ অনেকেই করছিলেন। সোমবার অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে বেশ কয়েকজন দুষ্কৃতি মিলে উত্তরপ্রদেশের কন্নৌজের তাজপুর নোকাস এলাকার ৪০০ বছরের প্রাচীন মাজার ভেঙে ফেলার চেষ্টা করে। দেওয়ালের বেশ খানিকটা অংশ ভেঙে দেয় তারা। মাজারটি পাঠান শাহ বাবার। সেটি বেশ বিখ্যাত এবং ইতিহাসিক গুরুত্বও রয়েছে মাজারটির।
কে বা কারা এমনটা করল, তা এখনও জানায়নি পুলিশ। ইমরান নামে ওই এলাকারই এক বাসিন্দা সর্দার কোতওয়ালি পুলিশ স্টেশনে মামলা দায়ের করেন।
এই খবর ছরিয়ে পড়ার পর, স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানানো হয় । তবে এখনও পর্যন্ত অপরাধীদের ধরতে পারে নি যোগী আদিত্যনাথের পুলিশ। এই ঘটনায় জড়িত কারা, তা এখনও জানা যায়নি। তবে সকলেই মনে করছেন, এমন কাজ করেছে কট্টরবাদীরাই।