১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেস্ট ক্যান্সার সচেতনতার প্রচারক তাইল্যান্ডের ওপাল সুচাতাই এবারের বিশ্বসুন্দরী

আবুল খায়ের
  • আপডেট : ১ জুন ২০২৫, রবিবার
  • / 133

পুবের কলম, ওয়েব ডেস্ক: মিস ওয়ার্ল্ড ২০২৫, চলতি বছরে বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন তাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারতের নন্দিনী গুপ্তাও। তবে প্রথম ২০ জনের দৌড়েই লড়াই শেষ হয় তাঁর। ৭২তম বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন তাইল্যান্ডের সুন্দরী। গত বছরের বিশ্ব সুন্দরী অর্থাৎ মিস ওয়ার্ল্ড ২০২৪ ক্রিস্টিনা পিসকোভা ‘ক্রাউন’ পরিয়ে দিয়েছেন তাইল্যান্ডের ওপালা সুচাতার মাথায়। উল্লেখ্য, এটাই বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার রীতি। নতুন বিশ্ব সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে তাঁকে স্বাগত জানান পূর্ববর্তী বছরের বিশ্ব সুন্দরী। এক্ষেত্রেও তাই-ই হয়েছে। এবছর ৩১ মে তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টার-এ মিস ওয়ার্ল্ড ২০২৫- এর ফাইনাল সেরিমনি অনুষ্ঠিত হয়েছিল।

তাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি-র বেড়ে ওঠা ফুকেতে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন তিনি। পাশাপাশি মন দিয়েছিলেন মডেলিংয়েও। ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতামূলক একাধিক কাজে যুক্ত থেকেছেন ওপাল। মাত্র ১৬ বছর বয়সে স্তনে একটি ‘লাম্প’ ধরা পড়ে তাঁর। এরপর থেকেই তাইল্যান্ডে স্তন ক্যান্সার এবং তা দ্রুত ধরা পড়া, এই নিয়ে সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত থেকেছেন তিনি। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ‘মিস ওয়ার্ল্ড ২০২৫’- প্রতিযোগিতায়। সবাইকে পিছনে ফেলে বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন তাইল্যান্ডের ওপাল।

আরও পড়ুন: ফের ভূমিকম্প! এবার নেপালে, কম্পনের মাত্রা ৫.০

এর আগে ২০২৪ সালে ওপাল সুচাতা তাইল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ইন্টারন্যাশনাল মিস ইউনিভার্স ২০২৪- এই বিউটি প্যাজেন্টে। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠান। সেখানে ‘থার্ড রানার আপ’- এর খেতাব জিতে নিয়েছিলেন ওপালা। পরবর্তীতে ১২ মাসের মিস ইউনিভার্স তাইল্যান্ড- এই রাজত্ব শেষ হওয়ার আগেই ওপাল ফের জিতে নিয়েছিলেন মিস ওয়ার্ল্ড তাইল্যান্ড ২০২৫- এর খেতাব। এরপর তাঁর ‘থার্ড রানার আপ’- এর খেতাব সরিয়ে নেওয়া হয়ে। আর এবার বিশ্ব সুন্দরী ২০২৫- এর শিরোপা জিতে নিয়েছেন তাইল্যান্ডের এই সুন্দরীই।

আরও পড়ুন: দশ বছরের পুরনো ছবি মোদিকে উপহার ইউনূসের

আরও পড়ুন: আটমাস পর থাইল্যান্ডে মোদি-ইউনূস বৈঠক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রেস্ট ক্যান্সার সচেতনতার প্রচারক তাইল্যান্ডের ওপাল সুচাতাই এবারের বিশ্বসুন্দরী

আপডেট : ১ জুন ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: মিস ওয়ার্ল্ড ২০২৫, চলতি বছরে বিশ্বসুন্দরীর খেতাব জিতলেন তাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারতের নন্দিনী গুপ্তাও। তবে প্রথম ২০ জনের দৌড়েই লড়াই শেষ হয় তাঁর। ৭২তম বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন তাইল্যান্ডের সুন্দরী। গত বছরের বিশ্ব সুন্দরী অর্থাৎ মিস ওয়ার্ল্ড ২০২৪ ক্রিস্টিনা পিসকোভা ‘ক্রাউন’ পরিয়ে দিয়েছেন তাইল্যান্ডের ওপালা সুচাতার মাথায়। উল্লেখ্য, এটাই বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার রীতি। নতুন বিশ্ব সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে তাঁকে স্বাগত জানান পূর্ববর্তী বছরের বিশ্ব সুন্দরী। এক্ষেত্রেও তাই-ই হয়েছে। এবছর ৩১ মে তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টার-এ মিস ওয়ার্ল্ড ২০২৫- এর ফাইনাল সেরিমনি অনুষ্ঠিত হয়েছিল।

তাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি-র বেড়ে ওঠা ফুকেতে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন তিনি। পাশাপাশি মন দিয়েছিলেন মডেলিংয়েও। ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতামূলক একাধিক কাজে যুক্ত থেকেছেন ওপাল। মাত্র ১৬ বছর বয়সে স্তনে একটি ‘লাম্প’ ধরা পড়ে তাঁর। এরপর থেকেই তাইল্যান্ডে স্তন ক্যান্সার এবং তা দ্রুত ধরা পড়া, এই নিয়ে সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত থেকেছেন তিনি। এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন ‘মিস ওয়ার্ল্ড ২০২৫’- প্রতিযোগিতায়। সবাইকে পিছনে ফেলে বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন তাইল্যান্ডের ওপাল।

আরও পড়ুন: ফের ভূমিকম্প! এবার নেপালে, কম্পনের মাত্রা ৫.০

এর আগে ২০২৪ সালে ওপাল সুচাতা তাইল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ইন্টারন্যাশনাল মিস ইউনিভার্স ২০২৪- এই বিউটি প্যাজেন্টে। মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়েছিল সেই অনুষ্ঠান। সেখানে ‘থার্ড রানার আপ’- এর খেতাব জিতে নিয়েছিলেন ওপালা। পরবর্তীতে ১২ মাসের মিস ইউনিভার্স তাইল্যান্ড- এই রাজত্ব শেষ হওয়ার আগেই ওপাল ফের জিতে নিয়েছিলেন মিস ওয়ার্ল্ড তাইল্যান্ড ২০২৫- এর খেতাব। এরপর তাঁর ‘থার্ড রানার আপ’- এর খেতাব সরিয়ে নেওয়া হয়ে। আর এবার বিশ্ব সুন্দরী ২০২৫- এর শিরোপা জিতে নিয়েছেন তাইল্যান্ডের এই সুন্দরীই।

আরও পড়ুন: দশ বছরের পুরনো ছবি মোদিকে উপহার ইউনূসের

আরও পড়ুন: আটমাস পর থাইল্যান্ডে মোদি-ইউনূস বৈঠক