৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত প্রাক্তন বিধায়ক শীতল সর্দার, শোকের ছায়া হাওড়ার রাজনৈতিক মহলে

প্রয়াত হলেন হাওড়ার সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৯৬ থেকে ২০১৬ পর্যন্ত টানা পাঁচবার সাঁকরাইল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।

রাজনৈতিক জীবনের শুরুতে কংগ্রেসের টিকিটে জয়ী হন শীতলবাবু, পরে চারবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন। বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০০৬ সালের নির্বাচনে তৃণমূলের মাত্র ৩০ জন প্রার্থী জয়ী হয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শীতল সর্দার।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত শীতলবাবু ২০২১ সালের নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন, যদিও সেবার বিজেপি তাঁকে প্রার্থী করেনি। পরবর্তীতে আবার তৃণমূলে ফিরে আসেন এই তফসিলি জাতির বর্ষীয়ান নেতা।

তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক মহলে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে স্মরণ করছেন একজন অভিজ্ঞ, নিষ্ঠাবান ও মাটির কাছাকাছি নেতা হিসেবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বাংলাতেই মাইক্রো অবজারভার নিয়োগ কেনো? কমিশনকে প্রশ্ন অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত প্রাক্তন বিধায়ক শীতল সর্দার, শোকের ছায়া হাওড়ার রাজনৈতিক মহলে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

প্রয়াত হলেন হাওড়ার সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৯৬ থেকে ২০১৬ পর্যন্ত টানা পাঁচবার সাঁকরাইল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।

রাজনৈতিক জীবনের শুরুতে কংগ্রেসের টিকিটে জয়ী হন শীতলবাবু, পরে চারবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন। বিশেষভাবে উল্লেখযোগ্য, ২০০৬ সালের নির্বাচনে তৃণমূলের মাত্র ৩০ জন প্রার্থী জয়ী হয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শীতল সর্দার।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত শীতলবাবু ২০২১ সালের নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন, যদিও সেবার বিজেপি তাঁকে প্রার্থী করেনি। পরবর্তীতে আবার তৃণমূলে ফিরে আসেন এই তফসিলি জাতির বর্ষীয়ান নেতা।

তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক মহলে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে স্মরণ করছেন একজন অভিজ্ঞ, নিষ্ঠাবান ও মাটির কাছাকাছি নেতা হিসেবে।