দমকলে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক তাপস সাহা, মঙ্গলবার শুনানির সম্ভাবনা

- আপডেট : ২৭ মার্চ ২০২৩, সোমবার
- / 10
পারিজাত মোল্লা: এবার নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে টাকা নিয়ে দমকলে চাকরি দেওয়ার অভিযোগ উঠল। এতে কলকাতা হাইকোর্টে মামলা দাখিলের অনুমতি দেওয়া হয়েছে।
আজ অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। এই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে একটি অডিয়ো ক্লিপও প্রকাশ করেছে মামলাকারী।
সোমবার সেই অভিযোগের ভিত্তিতেই তাপসের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বঙ্গ বিজেপির যুব নেতা তথা আইনজীবী অরুণজ্যোতি তিওয়ারি তাপসের বিরুদ্ধে অভিযোগ আনেন। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা করার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের পর দুর্নীতি কাণ্ডে নাম জড়াল আরও এক তৃণমূল বিধায়কের। তেহট্টের তৃণমূল বিধায়কের একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনে তরুণের দাবি, ‘ঘুষ নিয়ে বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তাপস সাহা’। মূলত দমকলের চাকরি দেওয়ার নাম করে তাপস প্রচুর টাকা তুলেছেন বলে অভিযোগ তাঁর। বিষয়টি দুর্নীতিদমন শাখাকে দিয়ে তদন্ত করানো হোক। সেই আর্জি জানিয়েই আদালতে আবেদন করেছিলেন তরুণ। সোমবার মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি মান্থার।
আজ অর্থাৎ মঙ্গলবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।