০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অশালীন পোশাক বিতর্কে মডেল, অভিনেত্রী উরফির বয়ান নিল মুম্বইয়ের পুলিশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জানুয়ারী ২০২৩, শনিবার
  • / 17

পুবের কলম, ওয়েবডেস্কঃ অশালীন পোশাক বিতর্কে মডেল, অভিনেত্রী উরফি যাদবের বয়ান রেকর্ড করল মুম্বইয়ের পুলিশ। বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ সম্প্রতি উরফির পোশাক অশালীন, অসামঞ্জস্য পূর্ণ বলে মন্তব্য করে অভিযোগ দায়ের করেন চিত্রা।
পুলিশ আধিকারিক সূত্রে জানানো হয়, মুম্বইয়ের আম্বলি থানা থেকে উরফিকে তলব করা হয়েছিল। শনিবার অভিনেত্রী এসে পুলিশের কাছে তার বয়ান দেন।

মহারাষ্ট্রের বিজেপির মহিলা শাখার প্রধান চিত্রা ওয়াঘ উরফি জাভেদের বিরুদ্ধে জনসমাগমস্থলে ‘অসামঞ্জস্যমূলক’ পোশাক পরার জন্য অভিযোগ দায়ের করেন। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ওয়াঘের অভিযোগের ভিত্তিতে কোনও প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করা হয়নি।

আরও পড়ুন: অস্বস্তিতে কৌতুক শিল্পী, কুণালের বিরুদ্ধে দায়ের আরও ৩ মামলা

গত ৪ জানুয়ারি বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ মারাঠি ভাষায় একটি ট্যুইট করে লেখেন, ‘উরফি জাভেদের বিরুদ্ধে পোশাকের ধরন নিয়ে মহিলা কমিশন কেন কিছু বলছে না। অর্ধনগ্ন হয়ে এক মহিলা রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। কেন মহিলা কমিশন তাকে কোনও নোটিশ পাঠাচ্ছে না? প্রতিবাদটি উরফির বিরুদ্ধে নয়, প্রকাশ্যে এইভাবে ঘুরে বেড়ানোর মতো মনোভাবের বিরুদ্ধে। আমি জানতে চাই মহিলা কমিশন এর বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবে, না নেবে না? অপর একটি ট্যুইটে চিত্রা ওয়াঘ লেখেন, ‘রাস্তায় প্রায় বিবস্ত্র অবস্থায় ঘুরে বেড়ানোটা কি আমাদের মহারাষ্ট্রের সংস্কৃতি? ভর রাস্তায় উরফির এই ভাবে শরীর প্রদর্শন কি মহা মহিলা আয়োগ সমর্থন করে, যা খুবই বিরক্তিকর?

আরও পড়ুন: যৌনতা নিয়ে বিকৃত মন্তব্য, পুলিশের র‍্যাডারে ইউটিউবার আলাহাবাদিয়া

উরফি জাভেদের আইনজীবী নিতিন সাতপুতে জানিয়েছেন, তিনি মহিলা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করবেন এবং আরও ব্যবস্থা নেওয়ার জন্য এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করবেন। তার আইনজীবী আরও জানিয়েছেন, বিজেপি নেত্রীর হুমকির পর থেকে উরফি গণপিটুনির আশঙ্কায় ভুগছেন, তাই তাকে নিরাপত্তা দেওয়া হোক।
এদিকে ট্যুইট করে উরফি বিজেপি নেত্রী চিত্রার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

আরও পড়ুন: ভবন নির্মাণে ‘রিস্ক শিল্ড’ মডেল তুরস্কের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অশালীন পোশাক বিতর্কে মডেল, অভিনেত্রী উরফির বয়ান নিল মুম্বইয়ের পুলিশ

আপডেট : ১৪ জানুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ অশালীন পোশাক বিতর্কে মডেল, অভিনেত্রী উরফি যাদবের বয়ান রেকর্ড করল মুম্বইয়ের পুলিশ। বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ সম্প্রতি উরফির পোশাক অশালীন, অসামঞ্জস্য পূর্ণ বলে মন্তব্য করে অভিযোগ দায়ের করেন চিত্রা।
পুলিশ আধিকারিক সূত্রে জানানো হয়, মুম্বইয়ের আম্বলি থানা থেকে উরফিকে তলব করা হয়েছিল। শনিবার অভিনেত্রী এসে পুলিশের কাছে তার বয়ান দেন।

মহারাষ্ট্রের বিজেপির মহিলা শাখার প্রধান চিত্রা ওয়াঘ উরফি জাভেদের বিরুদ্ধে জনসমাগমস্থলে ‘অসামঞ্জস্যমূলক’ পোশাক পরার জন্য অভিযোগ দায়ের করেন। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ওয়াঘের অভিযোগের ভিত্তিতে কোনও প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করা হয়নি।

আরও পড়ুন: অস্বস্তিতে কৌতুক শিল্পী, কুণালের বিরুদ্ধে দায়ের আরও ৩ মামলা

গত ৪ জানুয়ারি বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ মারাঠি ভাষায় একটি ট্যুইট করে লেখেন, ‘উরফি জাভেদের বিরুদ্ধে পোশাকের ধরন নিয়ে মহিলা কমিশন কেন কিছু বলছে না। অর্ধনগ্ন হয়ে এক মহিলা রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। কেন মহিলা কমিশন তাকে কোনও নোটিশ পাঠাচ্ছে না? প্রতিবাদটি উরফির বিরুদ্ধে নয়, প্রকাশ্যে এইভাবে ঘুরে বেড়ানোর মতো মনোভাবের বিরুদ্ধে। আমি জানতে চাই মহিলা কমিশন এর বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবে, না নেবে না? অপর একটি ট্যুইটে চিত্রা ওয়াঘ লেখেন, ‘রাস্তায় প্রায় বিবস্ত্র অবস্থায় ঘুরে বেড়ানোটা কি আমাদের মহারাষ্ট্রের সংস্কৃতি? ভর রাস্তায় উরফির এই ভাবে শরীর প্রদর্শন কি মহা মহিলা আয়োগ সমর্থন করে, যা খুবই বিরক্তিকর?

আরও পড়ুন: যৌনতা নিয়ে বিকৃত মন্তব্য, পুলিশের র‍্যাডারে ইউটিউবার আলাহাবাদিয়া

উরফি জাভেদের আইনজীবী নিতিন সাতপুতে জানিয়েছেন, তিনি মহিলা কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে দেখা করবেন এবং আরও ব্যবস্থা নেওয়ার জন্য এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করবেন। তার আইনজীবী আরও জানিয়েছেন, বিজেপি নেত্রীর হুমকির পর থেকে উরফি গণপিটুনির আশঙ্কায় ভুগছেন, তাই তাকে নিরাপত্তা দেওয়া হোক।
এদিকে ট্যুইট করে উরফি বিজেপি নেত্রী চিত্রার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

আরও পড়ুন: ভবন নির্মাণে ‘রিস্ক শিল্ড’ মডেল তুরস্কের