অপারেশন সিঁদুর: বেফাঁস মন্তব্যে লাগাম দিতে বললেন মোদি
- আপডেট : ২৫ মে ২০২৫, রবিবার
- / 147
পুবের কলম, ওয়েবডেস্ক: ‘অপারেশন সিঁদুর নিয়ে কোনও বেফাঁস মন্তব্য করা যাবে না।’ রবিবার কড়া বার্তা দিয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুশাসনের লক্ষ্য ঠিক করে দিতে রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বসেছিল এনডিএ শিবিরের বৈঠক। সেখানে বিজেপি ও এনডিএ শিবিরের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এদিন দিল্লিতে এনডিএ-র বৈঠকে শরিকদলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের পর বিজেপি শাসিত রাজ্যগুলিতে শীর্ষ নেতৃত্বের মুখ থেকে শোনা গিয়েছিল একের পর এক বিতর্কিত মন্তব্য। কোনওরকম অবান্তর মন্তব্য এড়িয়ে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।



























