১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিদেশনীতিতে পুরো ব্যর্থ মোদির সরকারn কংগ্রেস

সউদি আরবে ভারতীয়দের কাজের ভিসা বাতিল কেন?

চামেলি দাস
  • আপডেট : ১০ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 186

পুবের কলম ওয়েবডেস্ক: সউদি আরব হালে ভারত সহ ১৪ দেশের নাগরিকদের সে দেশে কাজ করার ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও মোদি সরকার তা আটকাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। খেরার অভিযোগ, মোদি সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়েছে।

মোদি নিজের বিদেশনীতি নিয়ে খুব বড়াই করেন। অথচ তা কার্যত ভেঙে পড়েছে। ভারত সরকারের যত লম্ফঝম্প দেশের মধ্যেই, বিদেশে মোদির নেতৃত্বাধীন ভারত বড়ই একা। দু’মাস আগে সউদি সরকার ভারত-সহ ১৪ দেশের নাগরিকদের কাজের জন্য ভিসা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দেয়। কংগ্রেস নেতা পবন খেরা এই সিদ্ধান্তকে মোদি সরকারের বিদেশনীতির উপর সাম্প্রতিকতম আঘাত বলে বর্ণনা করেছেন। এই সরকার ১১ বছর ™ূর্তি পালনে ব্যস্ত, অথচ একের পর এক ঘটনা দেখিয়ে দিচ্ছে যে, সরকারের বিদেশনীতি পুরো পর্যুদস্ত হয়েছে।

আরও পড়ুন: ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করুন: হজযাত্রীদের সতর্ক করল সউদি

সউদি শাসকদের নিজের ভাই বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি তাঁর আমলেই আরবদের সঙ্গে মৈত্রীর বন্ধন দৃঢ় হয়েছে বলে দাবি করেন মোদি। অথচ ভারতীয়দের কাজের সুযোগ কমিয়ে দিল সউদি সরকার। শুধু সউদির ঘটনা নয়, চিন রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধিকে পহেলগাঁও প্রশ্নে আক্রমণকারী দেশ হিসেবে পাকিস্তানের নাম করতে দেয়নি। উলটে পাকিস্তান চিন, রাশিয়া, ইরান, তুরস্ক এবং মালয়েশিয়ার সমর্থন পেয়েছে। এই সব দেশ স্বচ্ছতার সঙ্গে তদন্ত দাবি করেছে পহেলগাঁও হত্যার ব্যাপারে।

আরও পড়ুন: চারদিনের মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

মোদিকে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হলেও জি-৭ ভুক্ত দেশগুলি ভারতকে ভালো চোখে দেখছে না। জি-২০ বৈঠকেও কোনও বড় সাফল্য মেলেনি। মালদ্বীপের মতো দেশ হঠাৎ ভারতের বিপক্ষে গিয়ে চিনের এক ভারত বিরোধী প্রস্তাবের পক্ষে যোগ দেয়। মালয়েশিয়া বেজিংয়ের পক্ষ নিয়েছে। নেপালের নতুন মানচিত্রে ভারতের কিছু অঞ্চলকে নেপালের বলে দাবি করা হয়েছে। কাশ্মীর এবং মুসলিমদের অধিকারের প্রশ্নে ও আই সি এবং পশ্চিম এশিয়ার দেশগুলি ভারতকে লাগাতার আক্রমণ করে চলেছে। ব্রিকস এবং এস সি ও গোষ্ঠী এখন পুরো চিনের মুখপাত্রে পরিণত হয়েছে।

আরও পড়ুন: দু’দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন মোদি, সৌদির প্রধানমন্ত্রী আমন্ত্রণে সফর

রাশিয়া পাকিস্তানের সঙ্গে সামরিক এবং শক্তি চুক্তিতে ঐক্যবদ্ধ হয়েছে। পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়া সত্ত্বেও ওই দেশ আই এম এফ, বিশ্ব ব্যাঙ্ক এবং এডিবি থেকে বিপুল অর্থ ঋণ পেয়েছে। তুরস্ক পাকিস্তানের সমর্থনে নৌবহর পাঠিয়েছে। ইরান, কাতার, কুয়েত এবং মালয়েশিয়া সরাসরি পাকিস্তানের সমর্থনে দাঁড়িয়েছে। সউদি আরবের ভিসা নিয়ে সিদ্ধান্ত হজ-এর জন্যই করা হয়েছে। কারণ হজের আগে অনেকেই ওয়ার্কিং ভিসা নিয়ে সউদি আরবে ঢুকে হজের ভিড় আরও বাড়িয়ে দেয়। কিন্তু ১৪ দেশের মধ্যে ভারতের নাম এল কেন? এটা কি ভারতের জন্য গৌরবের কথা? পবন খেরা এইসব কথাই উল্লেখ করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদেশনীতিতে পুরো ব্যর্থ মোদির সরকারn কংগ্রেস

সউদি আরবে ভারতীয়দের কাজের ভিসা বাতিল কেন?

আপডেট : ১০ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: সউদি আরব হালে ভারত সহ ১৪ দেশের নাগরিকদের সে দেশে কাজ করার ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও মোদি সরকার তা আটকাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা পবন খেরা। খেরার অভিযোগ, মোদি সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়েছে।

মোদি নিজের বিদেশনীতি নিয়ে খুব বড়াই করেন। অথচ তা কার্যত ভেঙে পড়েছে। ভারত সরকারের যত লম্ফঝম্প দেশের মধ্যেই, বিদেশে মোদির নেতৃত্বাধীন ভারত বড়ই একা। দু’মাস আগে সউদি সরকার ভারত-সহ ১৪ দেশের নাগরিকদের কাজের জন্য ভিসা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দেয়। কংগ্রেস নেতা পবন খেরা এই সিদ্ধান্তকে মোদি সরকারের বিদেশনীতির উপর সাম্প্রতিকতম আঘাত বলে বর্ণনা করেছেন। এই সরকার ১১ বছর ™ূর্তি পালনে ব্যস্ত, অথচ একের পর এক ঘটনা দেখিয়ে দিচ্ছে যে, সরকারের বিদেশনীতি পুরো পর্যুদস্ত হয়েছে।

আরও পড়ুন: ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করুন: হজযাত্রীদের সতর্ক করল সউদি

সউদি শাসকদের নিজের ভাই বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি তাঁর আমলেই আরবদের সঙ্গে মৈত্রীর বন্ধন দৃঢ় হয়েছে বলে দাবি করেন মোদি। অথচ ভারতীয়দের কাজের সুযোগ কমিয়ে দিল সউদি সরকার। শুধু সউদির ঘটনা নয়, চিন রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধিকে পহেলগাঁও প্রশ্নে আক্রমণকারী দেশ হিসেবে পাকিস্তানের নাম করতে দেয়নি। উলটে পাকিস্তান চিন, রাশিয়া, ইরান, তুরস্ক এবং মালয়েশিয়ার সমর্থন পেয়েছে। এই সব দেশ স্বচ্ছতার সঙ্গে তদন্ত দাবি করেছে পহেলগাঁও হত্যার ব্যাপারে।

আরও পড়ুন: চারদিনের মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

মোদিকে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানানো হলেও জি-৭ ভুক্ত দেশগুলি ভারতকে ভালো চোখে দেখছে না। জি-২০ বৈঠকেও কোনও বড় সাফল্য মেলেনি। মালদ্বীপের মতো দেশ হঠাৎ ভারতের বিপক্ষে গিয়ে চিনের এক ভারত বিরোধী প্রস্তাবের পক্ষে যোগ দেয়। মালয়েশিয়া বেজিংয়ের পক্ষ নিয়েছে। নেপালের নতুন মানচিত্রে ভারতের কিছু অঞ্চলকে নেপালের বলে দাবি করা হয়েছে। কাশ্মীর এবং মুসলিমদের অধিকারের প্রশ্নে ও আই সি এবং পশ্চিম এশিয়ার দেশগুলি ভারতকে লাগাতার আক্রমণ করে চলেছে। ব্রিকস এবং এস সি ও গোষ্ঠী এখন পুরো চিনের মুখপাত্রে পরিণত হয়েছে।

আরও পড়ুন: দু’দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন মোদি, সৌদির প্রধানমন্ত্রী আমন্ত্রণে সফর

রাশিয়া পাকিস্তানের সঙ্গে সামরিক এবং শক্তি চুক্তিতে ঐক্যবদ্ধ হয়েছে। পাকিস্তানের অর্থনীতি ভেঙে পড়া সত্ত্বেও ওই দেশ আই এম এফ, বিশ্ব ব্যাঙ্ক এবং এডিবি থেকে বিপুল অর্থ ঋণ পেয়েছে। তুরস্ক পাকিস্তানের সমর্থনে নৌবহর পাঠিয়েছে। ইরান, কাতার, কুয়েত এবং মালয়েশিয়া সরাসরি পাকিস্তানের সমর্থনে দাঁড়িয়েছে। সউদি আরবের ভিসা নিয়ে সিদ্ধান্ত হজ-এর জন্যই করা হয়েছে। কারণ হজের আগে অনেকেই ওয়ার্কিং ভিসা নিয়ে সউদি আরবে ঢুকে হজের ভিড় আরও বাড়িয়ে দেয়। কিন্তু ১৪ দেশের মধ্যে ভারতের নাম এল কেন? এটা কি ভারতের জন্য গৌরবের কথা? পবন খেরা এইসব কথাই উল্লেখ করেছেন।