৩৪টি জীবনদায়ী ওষুধের দাম কমাল মোদি সরকার, খরচ কমল ক্যান্সার চিকিৎসার

- আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার
- / 120
পুবের কলম ওয়েব ডেস্কঃ কেন্দ্রীয় সরকার মোট ৩৪টি গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধের নাম ঘোষণা করেছে। এগুলিকে কেন্দ্রের দাম নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। ওষুধের দাম ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস প্রাইসিং অথরিটি ঠিক করে। যে ওষুধগুলোর দাম কাম্য হচ্ছে তার মধ্যে কমছে তার মধ্যে কিছু ওষুধ জীবনদায়ী । ক্যান্সারের চিকিৎসা, স্নায়ু রোগ, ডায়াবেটিস, যক্ষ্মা এবং হৃদরোগের ওষুধও রয়েছে এই ওষুধের তালিকায়। এই নিয়ে কেন্দ্রীয় সরকার মোট ৩৪টি গুরুত্বপূর্ণ জীবনদায়ী ওষুধের নাম ঘোষণা করেছে। এগুলিকে কেন্দ্রের দাম নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। ১২ নভেম্বর এই সংশোধিক তালিকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগামিদিনে সমস্ত হাসপাতাল- সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রেই এই ওষুধের স্টক রাখতে হবে। তালিকায় মোট ৩৪টি ওষুধ নতুন যোগ করা হয়েছে। অন্যদিকে রেনিটিডিন, অ্যাটেনোলল এবং মেথাইলডোপা-এর মতো ২৬টি ওষুধ বাদ দেওয়া হয়েছে।