০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
বাংলা ধ্রুপদী ভাষা…’, লালকেল্লা থেকে বাংলা ভাষার প্রশংসা প্রধানমন্ত্রীর

ইমামা খাতুন
- আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 154
পুবের কলম, ওয়েব ডেস্ক: বৈচিত্র্যই আমাদের দেশের সংস্কৃতি। এখানেই দেশের শক্তি নিহীত। মহাকুম্ভে সেই বৈচিত্র্যের উদযাপন আমরা দেখেছি। ভাষার বৈচিত্র্যও রয়েছে আমাদের দেশে। এর মধ্যে মারাঠি, অহমিয়া, বাংলা, পালি, প্রাকৃতকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। এই ভাষাই আমাদের জ্ঞানের উৎস। সমস্ত ভাষা নিয়ে ভারতবাসীদের গর্বিত হওয়া উচিত।’
যখন দেশজুড়ে বাংলা ও বাঙালি আক্রান্ত। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই মারধর করা হচ্ছে, যেই ইস্যুকে কেন্দ্র করে উত্তাল দেশীয় রাজনীতি। সেই সময় লালকেল্লা থেকে মোদির এহেন বক্তব্য বিতর্কে জল ঢালল বলে মনে করছে একাংশ।
এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে দীর্ঘতম ভাষণের রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বছর মোট ১০৩ মিনিট ভাষণ দিয়েছেন তিনি। পরিসংখ্যান বলছে, এ যাবৎকালে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর দীর্ঘতম ভাষণ এটি।