তিনদিনের ইউরোপ সফরে প্রধানমন্ত্রী, বার্লিনে পৌঁছতেই মোদিকে উষ্ণ অভ্যর্থনা প্রবাসী ভারতীদের

- আপডেট : ২ মে ২০২২, সোমবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে তিনদিনের ইউরোপ সফরে সোমবার বার্লিনে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্লিনে পৌঁছতেই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। সকলকেই হাত জোর করে প্রতিউত্তর দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। ২ মে থেকে ৬ মে ইউরোপ সফরে থাকবেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর অপেক্ষায় বার্লিনের হোটেল অ্যাডলন কেম্পিনস্কিতে ছিলেন ভারতীয় প্রবাসীরা। প্রধানমন্ত্রীকে দেখা মাত্রই ‘ভারত মা কি জয়, ‘বন্দে মাতরম’ ধবনিতে ভেসে ওঠে চারদিক। নরেন্দ্র মোদির ছবি মোবাইলে বন্দি করেন তাঁরা। বাবা-মায়ের সঙ্গে উপস্থিত ছিল ক্ষুদেরাও।
হোটেলে উপস্থিত শিশুদের সঙ্গেও আলাদা করে কথা বলেন মোদি। ছোট্ট একটি মেয়ে তাঁকে নিজের আঁকা ছবি উপহার দেয়। প্রধানমন্ত্রী তার কাছে জানতে চান, ওই ছবি আঁকতে কত সময় লেগেছে। তার সঙ্গে ছবিও তোলেন মোদি। আট বছরের এক জন তাঁকে দেশাত্মবোধক গান শোনায়। প্রধানমন্ত্রী সেই গানের সঙ্গে তাল দিতে থাকেন। গান শেষ হলে হাততালি দেন এবং তার পিঠ চাপড়ে দেন প্রধানমন্ত্রী।
জার্মানি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবনিযুক্ত চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে প্রথম ব্যক্তিগত বৈঠক করেন। শোলজ চ্যান্সেলর হওয়ার পর এটিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বৈঠক। এর পর প্রধানমন্ত্রী ষষ্ঠ ভারত-জার্মানি আন্তঃসরকারি পর আইজিসি-এর সহ সভাপতি হবেন। ২০১১ সালে শুরু হয়েছিল আইজিসি। এটি একটি দ্বিবার্ষিক প্রক্রিয়া বা উভয় দেশের সরকাকে দ্বিপাক্ষিক বিস্তৃত পরিসরে সমন্বয় করতে দেয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অংশ নেবে কেন্দ্রীয় মন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ফেডারেল চ্যান্সেলারির উদ্দেশ্যে রওনা হওয়ার সময়, ট্যুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘বার্লিনে প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা জানান’। জার্মানির বার্লিনে ফেডারেল চ্যান্সেলারির সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গার্ড অব অনার প্রদান করা হয়।
জার্মানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন প্রধানমন্ত্রী। ইউক্রেন নিয়ে ভারতের অবস্থানও জার্মান সরকারের কাছে জানাবেন ভারতের প্রধানমন্ত্রী। বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তিও সারতে পারেন তিনি।
জার্মানি সফর শেষে মোদি মঙ্গলবার রওনা দেবেন ডেনমার্কের উদ্দেশে। ডেনমার্কের কোপেনহেগেনেও প্রবাসী ভারতীয়দের সভায় হাজির থাকার কথা মোদির। কোপেনহেগেন দেড় হাজার প্রবাসী ভারতীয়দের সমাবেশে হাজির থাকতে চলেছেন তিনি। বুধবার ফ্রান্সের প্যারিসে যাওয়ার কথা আছে ভারতের প্রধানমন্ত্রীর। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উল্লেখ্য, করোনা আবহ কাটিয়ে প্রায় দুবছর পর বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনদিনের এই সফরে প্রায় ২৫টি কর্মসূচী আছে তাঁর। আজ জার্মানির রাজধানী বার্লিন দিয়ে শুরু হল প্রধানমন্ত্রীর এই কর্মসূচী।
প্রধানমন্ত্রীর এই বিদেশ সফরের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠতে পারে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। রবিবারই সেরকম ইঙ্গিত দেওয়া হয়েছিল।
বিদেশমন্ত্রকের তরফে আয়োজিত সাংবাদিক বৈঠকে জানানো হয়, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান, দৃষ্টিভঙ্গি আগে থেকেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করে ইতিবাচক সমাধানের আশা করা হচ্ছে। বিদেশ সচিব জানান, মূলত ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে এবং বাণিজ্য-বিনিয়োগে জোর দিতেই ইউরোপের তিন দেশে সফরের আয়োজন করা হয়েছে।