০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হনুমান জয়ন্তীতে দেশবাসীকে উপহার, গুজরাতের মরবিতে ১০৮ ফুট উঁচু হনুমান মূর্তি উন্মোচন মোদির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার
  • / 35

পুবের কলম, ওয়েবডেস্ক: হনুমান জয়ন্তী উপলক্ষ্যে গুজরাতের মরবিতে ১০৮ ফুট উঁচু হনুমানের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হনুমান মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে, হনুমানজি চারধাম প্রকল্পের অংশ হিসেবে দেশের চার প্রান্তে চারটির চারটি হনুমান মূর্তির মধ্যে এটি একটি।

প্রধানমন্ত্রী জানিয়েছেন,  ২০১০ সালে সিমলায় আগেই হনুমানজির মূর্তি স্থাপন করা হয়েছে। দ্বিতীয় মূর্তিটি স্থাপণ করা হল মরবিতে। এর পরবর্তীতে রামেশ্বরম এবং পশ্চিমবঙ্গে এই ধরনের আরও দুটি মূর্তি স্থাপন করা হবে। এদিনের মূর্তিটি স্থাপন করা হয়েছে পশ্চিম মরবির কেশবানন্দজির আশ্রমে। ইতিমধ্যেই দক্ষিণের রামেশ্বরমে দ্বিতীয় মূর্তির কাজও শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

প্রধানমন্ত্রী বলেন, এটা শুধুমাত্র হনুমানজির মূর্তি স্থাপনা নয়,  এটি এক ভারত শ্রেষ্ঠ ভারতের অংশ। হনুমান জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, ভগবান হনুমানের শক্তি, সাহস ও সংযমের প্রতীক। ভগবান হনুমানের আশীর্বাদে সকলের জীবন শক্তি, বুদ্ধি এবং জ্ঞানে ভরে উঠুক। আজ হনুমান জয়ন্তীতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হনুমান জন্মবার্ষিকীতে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি বলেছেন শ্রীহনুমান জয়ন্তীতে সব মানুষকে এবং ভক্তদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। পরম রাম ভক্ত, সংকট মোচন, মারুতি নন্দন বজরঙ্গবলীর আশীর্বাদ সবার সঙ্গে থাকুক। সবার জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক।’

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

উল্লেখ্য, মোরবিতে এই বিশাল মূর্তি তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। মূর্তিটি তৈরিতে ব্যয় হয়েছে ১০ কোটি টাকা। জোর কদমে চলছে রামেশ্বরমের মূর্তির কাজও। শ্রী হরিশ চন্দ্র নন্দ এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট স্থাপন করবে এই মূর্তিটি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মূর্তির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় রামেশ্বরমে। চতুর্থ মূর্তিটির জন্যও ভারতের পূর্ব দিকে চলছে জায়গা বাছাইয়ের কাজ।

আরও পড়ুন: ১৫০ কিলোমিটার গতিবেগে বৃহস্পতিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়, গুজরাটে জারি হাই অ্যালার্ট

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হনুমান জয়ন্তীতে দেশবাসীকে উপহার, গুজরাতের মরবিতে ১০৮ ফুট উঁচু হনুমান মূর্তি উন্মোচন মোদির

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: হনুমান জয়ন্তী উপলক্ষ্যে গুজরাতের মরবিতে ১০৮ ফুট উঁচু হনুমানের মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হনুমান মূর্তির উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে, হনুমানজি চারধাম প্রকল্পের অংশ হিসেবে দেশের চার প্রান্তে চারটির চারটি হনুমান মূর্তির মধ্যে এটি একটি।

প্রধানমন্ত্রী জানিয়েছেন,  ২০১০ সালে সিমলায় আগেই হনুমানজির মূর্তি স্থাপন করা হয়েছে। দ্বিতীয় মূর্তিটি স্থাপণ করা হল মরবিতে। এর পরবর্তীতে রামেশ্বরম এবং পশ্চিমবঙ্গে এই ধরনের আরও দুটি মূর্তি স্থাপন করা হবে। এদিনের মূর্তিটি স্থাপন করা হয়েছে পশ্চিম মরবির কেশবানন্দজির আশ্রমে। ইতিমধ্যেই দক্ষিণের রামেশ্বরমে দ্বিতীয় মূর্তির কাজও শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

প্রধানমন্ত্রী বলেন, এটা শুধুমাত্র হনুমানজির মূর্তি স্থাপনা নয়,  এটি এক ভারত শ্রেষ্ঠ ভারতের অংশ। হনুমান জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, ভগবান হনুমানের শক্তি, সাহস ও সংযমের প্রতীক। ভগবান হনুমানের আশীর্বাদে সকলের জীবন শক্তি, বুদ্ধি এবং জ্ঞানে ভরে উঠুক। আজ হনুমান জয়ন্তীতে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হনুমান জন্মবার্ষিকীতে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি বলেছেন শ্রীহনুমান জয়ন্তীতে সব মানুষকে এবং ভক্তদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। পরম রাম ভক্ত, সংকট মোচন, মারুতি নন্দন বজরঙ্গবলীর আশীর্বাদ সবার সঙ্গে থাকুক। সবার জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠুক।’

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

উল্লেখ্য, মোরবিতে এই বিশাল মূর্তি তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৮ সালে। মূর্তিটি তৈরিতে ব্যয় হয়েছে ১০ কোটি টাকা। জোর কদমে চলছে রামেশ্বরমের মূর্তির কাজও। শ্রী হরিশ চন্দ্র নন্দ এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট স্থাপন করবে এই মূর্তিটি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মূর্তির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় রামেশ্বরমে। চতুর্থ মূর্তিটির জন্যও ভারতের পূর্ব দিকে চলছে জায়গা বাছাইয়ের কাজ।

আরও পড়ুন: ১৫০ কিলোমিটার গতিবেগে বৃহস্পতিবার আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বিপর্যয়, গুজরাটে জারি হাই অ্যালার্ট