১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘ট্রাম্পের ডেডলাইনের কাছে মাথানত করবেন মোদি’, নিশানা রাহুলের

চামেলি দাস
  • আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
  • / 143

পুবের কলম ওয়েবডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে ডেডলাইনের কাছে মাথানত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কটাক্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল শুক্রবার জানিয়েছেন, কোনও নির্দিষ্ট সময়সীমা মেনে আমেরিকার সঙ্গে নয়া বাণিজ্য চুক্তি সই করবে না দিল্লি। বরং ভারত তার নিজের শর্তেই এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই নয়াদিল্লিকে ডেডলাইন বেঁধে দিয়েছেন। আমেরিকার স্পষ্ট বার্তা, আগামী ৯ জুলাইয়ের মধ্যে তাঁদের শর্তেই চুক্তি করতে হবে দিল্লিকে। না হলে কোনও চুক্তিতে তারা স্বাক্ষর করবে না। চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষেরই আপত্তি মধ্যে কিছু আপত্তি  রয়েছে বলে খবর। এরই মধ্যে শুক্রবার বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন, কোনও ডেডলাইন মেনে  ভারত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবে না। তিনি বলেন, “একেবারে উইন-উইন চুক্তি হতে হবে। এবং ভারতের স্বার্থ সুরক্ষিত থাকাই একমাত্র শর্ত। জাতীয় স্বার্থ সবসময়ই অগ্রাধিকার পাবে। যদি কোনও ভালো চুক্তি সম্পন্ন হয়, ভারত সব সময় উন্নত দেশগুলির সঙ্গে যোগসূত্র গড়ে তুলবে।”

আরও পড়ুন: অনুপ্রবেশকারীরা মুখের ভাত কেড়ে নিচ্ছে : নরেন্দ্র মোদি

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি, পীযুষ গোয়েল মুখে যা-ই বলুন, ফের ট্রাম্পের সামনে ঝুঁকবেন নরেন্দ্র মোদি। বিরোধী দলনেতার দাবি, “আমি ভবিষ্যৎ বলে দিচ্ছি। বাধ্য ছেলের মতো ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইনের সামনে ঝুঁকে বাণিজ্য চুক্তি সই করবেন মোদি।”

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-মহুয়াদের হেনস্থা, প্রতিবাদে রাজভবন অভিযান কংগ্রেসের

 

আরও পড়ুন: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মোদিকে চিঠি রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ট্রাম্পের ডেডলাইনের কাছে মাথানত করবেন মোদি’, নিশানা রাহুলের

আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে ডেডলাইনের কাছে মাথানত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কটাক্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল শুক্রবার জানিয়েছেন, কোনও নির্দিষ্ট সময়সীমা মেনে আমেরিকার সঙ্গে নয়া বাণিজ্য চুক্তি সই করবে না দিল্লি। বরং ভারত তার নিজের শর্তেই এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই নয়াদিল্লিকে ডেডলাইন বেঁধে দিয়েছেন। আমেরিকার স্পষ্ট বার্তা, আগামী ৯ জুলাইয়ের মধ্যে তাঁদের শর্তেই চুক্তি করতে হবে দিল্লিকে। না হলে কোনও চুক্তিতে তারা স্বাক্ষর করবে না। চুক্তির বেশ কয়েকটি বিষয় নিয়ে উভয় পক্ষেরই আপত্তি মধ্যে কিছু আপত্তি  রয়েছে বলে খবর। এরই মধ্যে শুক্রবার বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন, কোনও ডেডলাইন মেনে  ভারত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করবে না। তিনি বলেন, “একেবারে উইন-উইন চুক্তি হতে হবে। এবং ভারতের স্বার্থ সুরক্ষিত থাকাই একমাত্র শর্ত। জাতীয় স্বার্থ সবসময়ই অগ্রাধিকার পাবে। যদি কোনও ভালো চুক্তি সম্পন্ন হয়, ভারত সব সময় উন্নত দেশগুলির সঙ্গে যোগসূত্র গড়ে তুলবে।”

আরও পড়ুন: অনুপ্রবেশকারীরা মুখের ভাত কেড়ে নিচ্ছে : নরেন্দ্র মোদি

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি, পীযুষ গোয়েল মুখে যা-ই বলুন, ফের ট্রাম্পের সামনে ঝুঁকবেন নরেন্দ্র মোদি। বিরোধী দলনেতার দাবি, “আমি ভবিষ্যৎ বলে দিচ্ছি। বাধ্য ছেলের মতো ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইনের সামনে ঝুঁকে বাণিজ্য চুক্তি সই করবেন মোদি।”

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-মহুয়াদের হেনস্থা, প্রতিবাদে রাজভবন অভিযান কংগ্রেসের

 

আরও পড়ুন: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মোদিকে চিঠি রাহুলের