২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
রোজগার মেলায় ৫১ হাজার চাকরি দেবেন মোদি

ইমামা খাতুন
- আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার
- / 131
পুবের কলম ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল শনিবার ভিডিয়ো কনফারেন্স এর মাধ্যমে সরকারের বিভিন্ন দফতরে ৫১ হাজার জনের কাছে নিয়োগপত্র তুলে দেবেন। এটি হবে প্রধানমন্ত্রী ঘোষিত ১৬ তম রোজগার মেলা, যা দেশের ৪৭ জায়গা থেকে একযোগে প্রচারিত হবে।
এদিন প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয় যে, এপর্যন্ত দেশে মোট ১০ লক্ষ নিয়োগপত্র দিয়ে প্রধানমন্ত্রী এত যুবক-যুবতীকে চাকরি দিয়েছেন। যে সব বিভাগে নিয়োগ হবে তার মধ্যে রয়েছে রেল, স্বরাষ্ট্র, ডাকঘর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, অর্থলগ্নি সংস্থা, শ্রম ও কর্মনিয়োগ দফতর ইত্যাদি। ইন্দিরা গান্ধী চালু করেছিলেন লোন মেলা। মোদি চালু করেছেন রোজগার মেলা।