৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যোগী আদিত্যনাথের বাড়িতে মুহাম্মদ শামি

চামেলি দাস
  • আপডেট : ১৯ মে ২০২৫, সোমবার
  • / 176

পুবের কলম, ওয়েবডেস্ক: হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আসন্ন ইংল্যান্ড সফরে দলের পেস তারকা জসপ্রীত বুমরাহকে সিরিজের পাঁচটি টেস্টে খেলানো হবে না বলে জল্পনা ছড়িয়েছে। এই অবস্থায় ইংরেজদের বিরুদ্ধে মুহাম্মদ শামির ওপরে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এই মুহূর্তে চেনা ছকে নেই বাংলার এই পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে। এরই মধ্যে সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করেন শামি। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলা শামি আদতে উত্তরপ্রদেশের ছেলে।

সোমবার অইপিএলে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে মাঠে নামার আগে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন সানরাইজার্স হায়দরাবাদের শামি। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আদিত্যনাথের থেকে কিছু উপহার গ্রহণ করছেন ভারতীয় পেসার।

আরও পড়ুন: ভারতীয় বোলিং নিয়ে ক্ষুব্ধ শামি

এ দিকে কয়েকদিন আগে একটি নিউজ পোর্টালে তাঁকে নিয়ে একটি প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন শামি। সেই প্রতিবেদনে লেখা হয়েছিল, রোহিত শর্মা, বিরাট কোহলির পরে শামিও টেস্ট থেকে অবসর নিতে চলেছেন। এই প্রসঙ্গে শামি বলেছেন, ‘ সম্পূর্ণ ভুলভাল খবর। তোমাদের (রিপোর্টার) মত লোকেরা আমাদের ভবিষ্যত নষ্ট করে। মাঝে মধ্যে ভালো কিছু লেখারও চেষ্টা কর। সবচেয়ে খারাপ প্রতিবেদন এটা। সবাইকে বলতে চাই, আমি টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চাই।’

আরও পড়ুন: আওরঙ্গজেব বিতর্কে হুঁশিয়ারি Yogi Adityanath-র

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যোগী আদিত্যনাথের বাড়িতে মুহাম্মদ শামি

আপডেট : ১৯ মে ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আসন্ন ইংল্যান্ড সফরে দলের পেস তারকা জসপ্রীত বুমরাহকে সিরিজের পাঁচটি টেস্টে খেলানো হবে না বলে জল্পনা ছড়িয়েছে। এই অবস্থায় ইংরেজদের বিরুদ্ধে মুহাম্মদ শামির ওপরে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এই মুহূর্তে চেনা ছকে নেই বাংলার এই পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে। এরই মধ্যে সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করেন শামি। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলা শামি আদতে উত্তরপ্রদেশের ছেলে।

সোমবার অইপিএলে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে মাঠে নামার আগে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন সানরাইজার্স হায়দরাবাদের শামি। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আদিত্যনাথের থেকে কিছু উপহার গ্রহণ করছেন ভারতীয় পেসার।

আরও পড়ুন: ভারতীয় বোলিং নিয়ে ক্ষুব্ধ শামি

এ দিকে কয়েকদিন আগে একটি নিউজ পোর্টালে তাঁকে নিয়ে একটি প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন শামি। সেই প্রতিবেদনে লেখা হয়েছিল, রোহিত শর্মা, বিরাট কোহলির পরে শামিও টেস্ট থেকে অবসর নিতে চলেছেন। এই প্রসঙ্গে শামি বলেছেন, ‘ সম্পূর্ণ ভুলভাল খবর। তোমাদের (রিপোর্টার) মত লোকেরা আমাদের ভবিষ্যত নষ্ট করে। মাঝে মধ্যে ভালো কিছু লেখারও চেষ্টা কর। সবচেয়ে খারাপ প্রতিবেদন এটা। সবাইকে বলতে চাই, আমি টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চাই।’

আরও পড়ুন: আওরঙ্গজেব বিতর্কে হুঁশিয়ারি Yogi Adityanath-র

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর