২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইএসএল জিতে কলকাতায় ফিরল মোহনবাগান, বিমানবন্দরে জনসুনামি    

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার
  • / 218

পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার গোয়ায় আইএসএলের রুদ্ধশ্বাস ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরে রবিবার দুপুরে কলকাতায় ফিরল এটিকে মোহনবাগান। এ দিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। দফায় দফায় হচ্ছে বৃষ্টি। তবে সব প্রতিকুলতাকে  কাটিয়ে এ দিন সকাল থেকেই দমদম বিমানবন্দরে চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে হাজির ছিলেন হাজার হাজার মোহনবাগান সমর্থক। দল পৌঁছতেই উচ্ছ্বাসে  ফেটে পড়েন তাঁরা। আবেগের বিস্ফোরণ হয়। বীরের মত বরণ করে নেওয়া হল কোচ ও ফুটবলারদের। প্রসঙ্গত, ফাইনালে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির মধ্যে নির্ধারিত সময় খেলা ২-২ অমিমাংসিত থাকার পরে, টাইব্রেকারে ৪-৩ গোলে জয় ছিনিয়ে নিয়ে ভারতসেরা হয় সবুজ মেরুন ব্রিগেড।

 এ দিন সকাল থেকেই দমদম বিমানবন্দরের বাইরে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন। সবুজ মেরুন পতাকা, মুখে অবির মেখে, মাথায় ফেট্টি  বেঁধে উৎসব শুরু হয়ে গিয়েছিল আগে থেকেই। দুপুর পৌনে একটা নাগাদ বিমানবন্দর থেকে ফুটবলাররা বাইরে বেরনোর সময় উচ্ছ্বাস বেড়ে যায় কয়েকগুন। ‘জয় মোহনবাগান’ ধ্বনি দেওয়ার সঙ্গে আনন্দে নাচতে থাকেন সমর্থকেরা। তারপরে কোচ, খেলোয়াড়দের নিয়ে বাস যাত্রা শুরু করে।  কিন্তু সমর্থকদের দাপটে বাস প্রথমে এগোতেই পারছিল না। বাস এগোনোর সঙ্গে সঙ্গে সমর্থকেরা বাইকে চেপে পাশে পাশে এগোতে থাকেন। সবুজ মেরুন সমর্থকদের দাপটে ভিআইপি রোড স্তব্ধ হয়ে যায়। হিমশিম খেতে হয় পুলিশকে। বাসের ভিতরে থাক ফুটবলাররাও হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানাতে থাকেন। উল্লেখ্য, চ্যাম্পিয়ন হওয়ার পরেই এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিয়েছেন, আগামী মরশুম থেকে আর এটিকে মোহনবাগান নয়, শতাদ্বী প্রাচীন ক্লাব খেলবে মোহনবাগান সুপারজায়েন্টস নামে। এই ঘোষণার পরেই সবুজ- মেরুন সমর্থকদের  আনন্দে একধাক্কায় কয়েকগুন বেড়ে গিয়েছে। বহুদিন আগে থেকেই মোহনাবগানের আগে এটিকে নাম সরানোর দাবি তুলেছেন অনেক সমর্থক। সেই দাবিকেই মান্যতা দিলেন সঞ্জীব গোয়েঙ্কা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইএসএল জিতে কলকাতায় ফিরল মোহনবাগান, বিমানবন্দরে জনসুনামি    

আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার গোয়ায় আইএসএলের রুদ্ধশ্বাস ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরে রবিবার দুপুরে কলকাতায় ফিরল এটিকে মোহনবাগান। এ দিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। দফায় দফায় হচ্ছে বৃষ্টি। তবে সব প্রতিকুলতাকে  কাটিয়ে এ দিন সকাল থেকেই দমদম বিমানবন্দরে চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে হাজির ছিলেন হাজার হাজার মোহনবাগান সমর্থক। দল পৌঁছতেই উচ্ছ্বাসে  ফেটে পড়েন তাঁরা। আবেগের বিস্ফোরণ হয়। বীরের মত বরণ করে নেওয়া হল কোচ ও ফুটবলারদের। প্রসঙ্গত, ফাইনালে এটিকে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসির মধ্যে নির্ধারিত সময় খেলা ২-২ অমিমাংসিত থাকার পরে, টাইব্রেকারে ৪-৩ গোলে জয় ছিনিয়ে নিয়ে ভারতসেরা হয় সবুজ মেরুন ব্রিগেড।

 এ দিন সকাল থেকেই দমদম বিমানবন্দরের বাইরে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছিলেন। সবুজ মেরুন পতাকা, মুখে অবির মেখে, মাথায় ফেট্টি  বেঁধে উৎসব শুরু হয়ে গিয়েছিল আগে থেকেই। দুপুর পৌনে একটা নাগাদ বিমানবন্দর থেকে ফুটবলাররা বাইরে বেরনোর সময় উচ্ছ্বাস বেড়ে যায় কয়েকগুন। ‘জয় মোহনবাগান’ ধ্বনি দেওয়ার সঙ্গে আনন্দে নাচতে থাকেন সমর্থকেরা। তারপরে কোচ, খেলোয়াড়দের নিয়ে বাস যাত্রা শুরু করে।  কিন্তু সমর্থকদের দাপটে বাস প্রথমে এগোতেই পারছিল না। বাস এগোনোর সঙ্গে সঙ্গে সমর্থকেরা বাইকে চেপে পাশে পাশে এগোতে থাকেন। সবুজ মেরুন সমর্থকদের দাপটে ভিআইপি রোড স্তব্ধ হয়ে যায়। হিমশিম খেতে হয় পুলিশকে। বাসের ভিতরে থাক ফুটবলাররাও হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানাতে থাকেন। উল্লেখ্য, চ্যাম্পিয়ন হওয়ার পরেই এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা জানিয়ে দিয়েছেন, আগামী মরশুম থেকে আর এটিকে মোহনবাগান নয়, শতাদ্বী প্রাচীন ক্লাব খেলবে মোহনবাগান সুপারজায়েন্টস নামে। এই ঘোষণার পরেই সবুজ- মেরুন সমর্থকদের  আনন্দে একধাক্কায় কয়েকগুন বেড়ে গিয়েছে। বহুদিন আগে থেকেই মোহনাবগানের আগে এটিকে নাম সরানোর দাবি তুলেছেন অনেক সমর্থক। সেই দাবিকেই মান্যতা দিলেন সঞ্জীব গোয়েঙ্কা।