ক্রিকেটের ডার্বি জয় মোহনবাগানের

- আপডেট : ১৭ মে ২০২৫, শনিবার
- / 138
পুবের কলম, ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া ফুটবল মরশুমে বড়দের হোক বা ছোটদের, যেখানেই ইস্টবেঙ্গলকে সামনে পেয়েছে জয় ছিনিয়ে নিয়েছে মোহনবাগান। এবার সেই ধারা বজায় রইল ক্রিকেটেও। শনিবার জে সি মুখার্জি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় মোহনবাগান ৯ রানে ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে উঠে গেল।
দেশবন্ধু পার্কে এই দিন ক্রিকেটের ডার্বিতে প্রথমে ব্যাট করতে নেমে মোহনবাগান ১৯.২ ওভারে ১৫৩ রানে অল আউট হয়ে যায়। জবাবে পালটা ব্যাট করতে নেমে লাল-হলুদ ব্রিগেড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি।
বাগানের হয়ে দুই ওপেনার রঞ্জোত সিং খাইরা ৩১ এবং অঙ্কুর পাল ২০ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ রান সৌরভ হালদারের। ৩২ বলে তাঁর সংগ্রহ ৪০ রান। লাল-হলুদের পক্ষে বল হাতে জ্বলে ওঠেন কণিষ্ক শেঠ। তিনি২৬ রানে চার উইকেট দখল করেন। পালটা ব্যাট করতে নেমে ইস্টবেঙ্গলের পক্ষে সর্বোচ্চ রান করেন অভিষেক দাস (৩৪)। মোহনবাগানের পক্ষে অনুরাগ তেওয়ারি, এস যাদব এবং প্রদীপ কুমার পেয়েছেন ২টি করে উইকেট। সেমিফাইনালে মোহনবাগান খেলবে ভবানীপুরের বিরুদ্ধে।