টাকা নিয়ে প্রশ্ন: মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই

- আপডেট : ২২ মার্চ ২০২৪, শুক্রবার
- / 121
নয়াদিল্লি, ২২ মার্চ: প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে প্রথম টাকার বদলে প্রশ্ন করার অভিযোগ তুলেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনিই তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্পিকার ও লোকপালকে চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই মহুয়ার বিরুদ্ধে এথিক্স কমিটিকে তদন্তের নির্দেশ দেন স্পিকার ওম বিড়লা। শেষ পর্যন্ত সাংসদ পদ হারাতে হয় মহুয়াকে।
ফের একবার চাপ বাড়ল মহুয়ার। এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। সূত্রের খবর, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে টাকার বদলে প্রশ্ন করার অভিযোগে এফআইআর দায়ের করেছে সিবিআই। আগামী ৬ মাসের মধ্যে মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিকে, আসন্ন লোকসভা নির্বাচনে মহুয়াতেই আস্থা রেখেছে তৃণমূল। কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের টিকিটও পেয়েছেন তিনি। ইতিমধ্যে ভোটের প্রস্তুতিও শুরু করেছেন তৃণমূল প্রার্থী। নতুন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পদক্ষেপের ফলে ভোট মুখে আরও চাপ বাড়ল মহুয়া মৈত্রের বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের একাংশের আশঙ্কা আগামী দিনে প্রচারেও অসুবিধার সম্মুখীন হতে পারেন তিনি।