২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডুয়ার্সে জলের টানে খাদ্যের খোঁজে লোকালয়ে হানা দিচ্ছে বানর দল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ মে ২০২৩, সোমবার
  • / 395

শুভজিৎ দেবনাথ, ডুয়ার্স:  ডুয়ার্সের বানারহাট এলাকায় শয়ে শয়ে বানরের দল ঢুকে পড়ছে শহরে। যার কারণে অতিষ্ট একাকাবাসী। আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। রীতিমত ঘরের ভেতর বাড়ির চালে, ছাদে রান্না ঘরে ঢুকে পড়ছে বাঁদরের দল। রাস্তা জুড়ে চলছে একপ্রকার বাঁদরের তান্ডব ও বাঁদরামি। জনশূন্য হয়ে পড়েছে গ্রামের রাস্তাঘাট। বানারহাটের বিভিন্ন একালার চিত্র বর্তমানে এমনটাই।

স্থানীয়দের দাবি, প্রচন্ড গরমের জেরে জলের খোঁজেই লোকালয়ে হানা দিচ্ছে বাঁদরের দল। এমনকি খাদ্যের অভাব দেখা দিয়েছে জঙ্গলে। তাই শয়ে শয়ে বান্দর শাবক নিয়ে ঢুকে পড়ছে বানারহাটের বিভিন্ন অলিতে গলিতে।

আরও পড়ুন: ৮১ কোটি মানুষের জন্য খাদ্য ও পুষ্টির সমতা নিশ্চিত করতে ভারতের বহুমুখী অভিযান

কিছু কিছু পরিবেশ প্রেমী সাধারণ মানুষ ভালোবেসে আবার জল খাইয়ে দিচ্ছে বানরের দলকে। তবে তেড়ে আসছে কখনো কখনো। বাসিন্দাদের দাবি , বানরের হামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজন আহত হয়েছে। সুযোগ পেলেই ঘরের ভেতরে ঢুকে লুটপাট চালাচ্ছে। যেভাবে জায়গায় বানরের দল দেখা যাচ্ছে, তাতে আতঙ্কে এক প্রকার ঘরবন্দী সাধারণ মানুষ।

আরও পড়ুন: Israel’s Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার

পরিবেশ প্রেমিদের অভিযোগ, গরমের কারণে জঙ্গলের ভিতরে থাকা নদী, ঝোরা শুকিয়ে যাচ্ছে। তার কারণে জল সংকট দেখা দিয়েছে। যার কারণে জলের খোঁজে তারা বাইরে বেরিয়ে আসছে।

আরও পড়ুন: ডুয়ার্সের কাঠামবাড়ি জঙ্গলে আগুন, চাঞ্চল্য

এদিন তেমনই ছবি ধরা পড়ল বানারহাটের বিভিন্ন অলিতে গলিতে। বাড়ির ভেতরে বালতিতে মজুত করে রাখা পানীয় জল এবং ব্যাবহারের জলের মধ্যেই ডুব দিতে এমনকি  সেই জল পানও করতে দেখা গেল বাঁদরদের। কখনো ঘরের ভেতর থেকে খাবার তুলে নিয়ে আছে কখনো বাইরে শুকাতে দেওয়া জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছে তারা। এবং কেউ তাড়াতে গেলে তাদের দিকে তেরে আসছে কামড়াবার জন্যে। এই ছবি দেখেই রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডুয়ার্সে জলের টানে খাদ্যের খোঁজে লোকালয়ে হানা দিচ্ছে বানর দল

আপডেট : ১৫ মে ২০২৩, সোমবার

শুভজিৎ দেবনাথ, ডুয়ার্স:  ডুয়ার্সের বানারহাট এলাকায় শয়ে শয়ে বানরের দল ঢুকে পড়ছে শহরে। যার কারণে অতিষ্ট একাকাবাসী। আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। রীতিমত ঘরের ভেতর বাড়ির চালে, ছাদে রান্না ঘরে ঢুকে পড়ছে বাঁদরের দল। রাস্তা জুড়ে চলছে একপ্রকার বাঁদরের তান্ডব ও বাঁদরামি। জনশূন্য হয়ে পড়েছে গ্রামের রাস্তাঘাট। বানারহাটের বিভিন্ন একালার চিত্র বর্তমানে এমনটাই।

স্থানীয়দের দাবি, প্রচন্ড গরমের জেরে জলের খোঁজেই লোকালয়ে হানা দিচ্ছে বাঁদরের দল। এমনকি খাদ্যের অভাব দেখা দিয়েছে জঙ্গলে। তাই শয়ে শয়ে বান্দর শাবক নিয়ে ঢুকে পড়ছে বানারহাটের বিভিন্ন অলিতে গলিতে।

আরও পড়ুন: ৮১ কোটি মানুষের জন্য খাদ্য ও পুষ্টির সমতা নিশ্চিত করতে ভারতের বহুমুখী অভিযান

কিছু কিছু পরিবেশ প্রেমী সাধারণ মানুষ ভালোবেসে আবার জল খাইয়ে দিচ্ছে বানরের দলকে। তবে তেড়ে আসছে কখনো কখনো। বাসিন্দাদের দাবি , বানরের হামলায় ইতিমধ্যেই বেশ কয়েকজন আহত হয়েছে। সুযোগ পেলেই ঘরের ভেতরে ঢুকে লুটপাট চালাচ্ছে। যেভাবে জায়গায় বানরের দল দেখা যাচ্ছে, তাতে আতঙ্কে এক প্রকার ঘরবন্দী সাধারণ মানুষ।

আরও পড়ুন: Israel’s Supreme Court : ফিলিস্তিনি বন্দিদের খেতে দিচ্ছে না নেতানিয়াহু সরকার

পরিবেশ প্রেমিদের অভিযোগ, গরমের কারণে জঙ্গলের ভিতরে থাকা নদী, ঝোরা শুকিয়ে যাচ্ছে। তার কারণে জল সংকট দেখা দিয়েছে। যার কারণে জলের খোঁজে তারা বাইরে বেরিয়ে আসছে।

আরও পড়ুন: ডুয়ার্সের কাঠামবাড়ি জঙ্গলে আগুন, চাঞ্চল্য

এদিন তেমনই ছবি ধরা পড়ল বানারহাটের বিভিন্ন অলিতে গলিতে। বাড়ির ভেতরে বালতিতে মজুত করে রাখা পানীয় জল এবং ব্যাবহারের জলের মধ্যেই ডুব দিতে এমনকি  সেই জল পানও করতে দেখা গেল বাঁদরদের। কখনো ঘরের ভেতর থেকে খাবার তুলে নিয়ে আছে কখনো বাইরে শুকাতে দেওয়া জামা কাপড় তুলে নিয়ে যাচ্ছে তারা। এবং কেউ তাড়াতে গেলে তাদের দিকে তেরে আসছে কামড়াবার জন্যে। এই ছবি দেখেই রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা।