০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাঁদরামি করতে গিয়ে ছিনতাই ১ লক্ষ টাকা

সামিমা এহসানা
  • আপডেট : ৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
  • / 150

পুবের কলম ওয়েব ডেস্ক: নেহাত বাঁদরামি করতে গিয়েই ছিনতাই করা হল ১ লক্ষ টাকা। আর সেই টাকা নিয়ে সোজা গাছের ডালে উঠল ছিনতাইকারী। খাবার খুঁজতে এসে, টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় উত্তরপ্রদেশের শাহাবাদের এক বাঁদর।

শাহাবাদের একটি রেজিস্টার অফিসের সামনে মোটরসাইকেল পার্ক করে পাশেই একটি বেঞ্চে জমিসংক্রান্ত কাগজপত্র গুছিয়ে রাখছিলেন দিল্লির বাসিন্দা শরাফত হোসেন। ১ লক্ষ টাকা ছিল তার ব্যাগে। আর ব্যাগটি টাঙিয়ে রেখেছিলেন তার মোটরসাইকেলে। প্রথমে কিছু টের না পেলেও সম্বিত ফিরলে খেয়াল করেন, তার টাকার ব্যাগ চুরি গেছে। হতভম্ব হয়ে ব্যাগ খুঁজতে গিয়ে আবিষ্কার করেন, একটি বাঁদরকে নিয়ে হৈচৈ শুরু হয়েছে।

আরও পড়ুন: এসি চালিয়ে আরামের ঘুম, চোরকে জাগাল পুলিশ

তখন বুঝতে পারেন, নেহাতই বাঁদরামির জেরে ছিনতাই হয়েছে তার ব্যাগের টাকা। ওই বাঁদরের পিছু করে দীর্ঘ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত উদ্ধার হয় টাকার ব্যাগ।

আরও পড়ুন: কারাগার থেকে মুক্তি ‘চিনের গুপ্তচর পায়রা’র

জেলা প্রশাসন জানিয়েছে, শাহাবাদে সম্প্রতি বাঁদরের সংখ্যা আর জুলুম দুইই বেড়েছে। এলাকাবাসীও অতিষ্ঠ। খুব শিঘ্রই তাদেরকে ধরে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাঁদরামি করতে গিয়ে ছিনতাই ১ লক্ষ টাকা

আপডেট : ৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: নেহাত বাঁদরামি করতে গিয়েই ছিনতাই করা হল ১ লক্ষ টাকা। আর সেই টাকা নিয়ে সোজা গাছের ডালে উঠল ছিনতাইকারী। খাবার খুঁজতে এসে, টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় উত্তরপ্রদেশের শাহাবাদের এক বাঁদর।

শাহাবাদের একটি রেজিস্টার অফিসের সামনে মোটরসাইকেল পার্ক করে পাশেই একটি বেঞ্চে জমিসংক্রান্ত কাগজপত্র গুছিয়ে রাখছিলেন দিল্লির বাসিন্দা শরাফত হোসেন। ১ লক্ষ টাকা ছিল তার ব্যাগে। আর ব্যাগটি টাঙিয়ে রেখেছিলেন তার মোটরসাইকেলে। প্রথমে কিছু টের না পেলেও সম্বিত ফিরলে খেয়াল করেন, তার টাকার ব্যাগ চুরি গেছে। হতভম্ব হয়ে ব্যাগ খুঁজতে গিয়ে আবিষ্কার করেন, একটি বাঁদরকে নিয়ে হৈচৈ শুরু হয়েছে।

আরও পড়ুন: এসি চালিয়ে আরামের ঘুম, চোরকে জাগাল পুলিশ

তখন বুঝতে পারেন, নেহাতই বাঁদরামির জেরে ছিনতাই হয়েছে তার ব্যাগের টাকা। ওই বাঁদরের পিছু করে দীর্ঘ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত উদ্ধার হয় টাকার ব্যাগ।

আরও পড়ুন: কারাগার থেকে মুক্তি ‘চিনের গুপ্তচর পায়রা’র

জেলা প্রশাসন জানিয়েছে, শাহাবাদে সম্প্রতি বাঁদরের সংখ্যা আর জুলুম দুইই বেড়েছে। এলাকাবাসীও অতিষ্ঠ। খুব শিঘ্রই তাদেরকে ধরে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন।